বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » পাবনা » এবারে বড়াল নদী পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দখলে
এবারে বড়াল নদী পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দখলে
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরের বুকচিরে প্রবাহিত হয়েছে বড়াল নদী। দখল ও দূষণে ধুঁকছে দেশের অন্যতম নদী বড়াল। নদীর তলদেশে জমাট বেঁধেছে পলিথিনের স্তর আর রকমারি বর্জ্য। সর্বোপরি নদীকে গিলে খাচ্ছে পলিথিন, পোড়া তেল, মবিল, পৌরসভার পয়ঃবর্জ্য, গৃহস্থালী বর্জ্য ও নদীর পাড়ে নির্মিত কাঁচা পায়খানা এবং নদীর পারের বাসা বাড়ীর পাকা পায়খানার পাইপ।
এদিকে দূষণের পাশাপাশি বাড়ছে নদী দখলের ঘটনাও। এবারে বড়াল নদী দখলে নেমেছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১। বিলচলন ইউনিয়নের বোঁথড় ব্রিজের পূর্ব পাশে নদীর মধ্যে বিদ্যুতের খুঁটি গাড়া হয়েছে। বৈদ্যুতিক তার টানার জন্য নদীর মধ্যে দুই পারে দুটি খুটি গাড়া হয়েছে নদীর মাঝখান দিয়ে তার টানানোর জন্য। এতে করে বর্ষা মৌসুমে নদীতে পানি আসলে বৈদ্যুতিক তার প্রায় পানির কাছাকাছি হয়ে যাবে এতে দূর্ঘটনার সম্ভাবনা থাকে। এমনিতেই বড়াল নদী রক্ষা চাটমোহরবাসীর প্রানের দাবী। দীর্ঘ আন্দোলের পর সে দাবির দাস্তবায়ন শুরু হয়েছে, নতুন বাজার, বোঁথড়, রামনগরের বাঁধগুলো কাঁটা পরেছে। বড়াল নদী যখন চালু হবার পথে তখন নদীর ভেতরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ খুটিটি গাড়া উচিত হয়নি বলে মনে করছেন নদী রক্ষা আন্দোলন কমিটিসহ চাটমোহরবাসী। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির কাছে চাটমোহরবাসির প্রানের দাবি নদীর মধ্যে থেকে বৈদ্যুতিক খুঁটি উঠিয়ে নেয়া হক।
বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস,এম মিজানুর রহমান বলেন, আদালতের রায় উপক্ষা করে প্রতিদিনই নদীর কোনো না কোনো স্থান দখল করছে ব্যক্তি মালিনারা বা প্রতিষ্ঠান। ভরাট করা হচ্ছে নদীর পাড়।
গত বছর ১৪ মার্চ ২০১৮ ইং পাবনার চাটমোহর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বড়াল রক্ষা আন্দোলন কমিটি আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়। এসময়ে নদী বিষয়ক টাস্ক ফোর্সের সভাপতি ও নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খান এমপি, নাটোর-৪ আসনের এমপি আলহাজ্ব আঃ কুদ্দুস, বাপার সাধারণ সম্পাদক ডাঃ আঃ মতিন, জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান সরকারের সচিব ডঃ মুজিবুর রহমান হাওলাদার, পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানান।