বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় সততা স্টোর চালু
মাটিরাঙ্গায় সততা স্টোর চালু
মাটিরাঙ্গা প্রতিনিধি :: সততা স্টোরে কোন দোকানদার থাকে না মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেছেন, নিজ দায়িত্বে পণ্যের নাম রেজিষ্টার খাতায় লিপিবদ্ধ পূর্বক নির্ধারিত মুল্য সততা স্টোরের ক্যাশ বাক্সে প্রদান করে পণ্য ক্রয় করাই হচ্ছে সততা স্টোরের নিয়ম। আগামী প্রজন্মের মধ্যে নৈতিকতা, ন্যায়নীতি ও সততার আদর্শে উজ্বীবিত করাসহ মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলায় হচ্ছে সততা স্টোরের লক্ষ্য। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু ঘুষ যারা খায় তারাই দূনীর্তি পরায়ন নয়, শিক্ষার্থীরা নিজেরদের শিক্ষা সংক্রান্ত সকল কাজ সময়মতো না করা, পরীক্ষায় নকল করাও দুনীর্তির মধ্যে পড়ে। এ সময় তিনি সততা স্টোরের কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করার জন্যে বিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বুধবার দুপুরে মাটিরাঙ্গা পৌর এলাকার ১নং ওয়ার্ডে অবসস্থিত আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ে মাটিরাঙ্গা দূর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর উদ্যোগে আয়োজিত সততা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুর রহিম এর সভাপতিত্ব আর প্রধান শিক্ষক মো. এরশাদ আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ার্যান ও ২০৪নং আলুটিলা মৌজার হেডম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন ও আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোস্তফা কামাল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. ছালেহ আহাম্মদ, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জেবল হোসেন ডিলার, সদস্য মো: শাহ আলম, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, বটতলী মসজিদের ইমাম ও আলুটিলা ইবতেদায়ী মাদ্রাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
মাটিরাঙ্গায় অগ্নিনির্বাপনী মহড়া
মাটিরাঙ্গা ( খাগড়াছড়ি ) প্রতিনিধি :: শুষ্ক মৌসুমে অগ্নি সংযোগ সংক্রান্ত দুর্ঘটনা বেড়ে যায় মন্তব্য করে মাটিরাঙ্গা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ ইমরাউল কায়েস ইমরুল বলেছেন, অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা এড়াতে স্থানীয় সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। এ সময় তিনি অনাকাংঙ্খিত অগ্নি দূর্ঘটনা নিয়ন্ত্রনে সকলের বাড়ীতে পানি ও বালি মজুদ রাখার আহবান জানান।
আজ বুধবার সকালে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ ফিল্ড আর্টিলারী রেজিমেন্ট ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশনের যৌথ উদ্যোগে এক অগ্নিনির্বাপনী মহড়া পরিদর্শনকালে এ সব কথা বলেন।
অগ্নি নির্বাপনী মহড়ায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মাটিরাঙ্গার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল হাশেম, মাটিরাঙ্গা সদর ওয়ার্ড কাউন্সিলর মো: শহিদুল ইসলাম সোহাগ, মাটিরাঙ্গা ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধরণ সম্পাদক মোঃ সোহাগ মজুমদার, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মালেক।