বৃহস্পতিবার ● ১১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পার্বত্য চলচিত্র উৎসব ২০১৯ উদযাপন
রাঙামাটিতে পার্বত্য চলচিত্র উৎসব ২০১৯ উদযাপন
ষ্টাফ রিপোর্টার :: আজ বৃহস্পতিবার রাঙামাটিতে বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমীর সহযোগীতায় জেলা শিল্পকলা হল কক্ষে পার্বত্য চট্টগ্রাম চলচিত্র উৎসব উদযাপন করা হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক রাঙামাটি জেলা প্রেসক্লাব সভাপতি সুনিল কান্তি দে, জেলা শিল্প কলার সদস্য মো. রানা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোড প্রজেক্ট ম্যানেজার মো. জানে আলম, একুশে টিভির জেলা সাংবাদিক সত্রং চাকমা, ডেইলি স্টার সাংবাদিক এনভিল চাকমা, ৭১ টিভি সাংবাদিক উচিংছা রাখাইন, বিশিষ্ট সংগীত শিল্পী রনজিত দেওয়ান, আদিবাসী ফোরামের ইন্দ্র দত্ত তালুকদার, সি,এইচ,টি ফ্লিম সোসাইটি প্রতিষ্ঠা কমিটির সদস্য জ্ঞানমিত্র চাকমা, সি,এইচটি ফিল্ম সোসাইটির আহবায়ক ও চলচিত্র নির্মাতা পরিতোষ তালুকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন সুচনা হয়।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ তথা পার্বত্য চট্টগ্রামে সংস্কৃতি চর্চার পাশাপাশি ছোট ছোট চলচিত্র নির্মাণে আগামী প্রজন্মে মেধা বিকাশের ও প্রতিভা সৃষ্টির অন্যতম একটি বাহন হিসেবে প্রতিফলিত হবে ও চলচিত্র নির্মাতার সংখ্যা বৃদ্ধি পাবে। পরে চলচিত্র প্রদর্শন করা হয়। উল্লেখ্য এই পার্বত্য চলচিত্র উৎসব ১১ এবং ১২ এপ্রিল দু’দিন ব্যাপী চলবে।