শনিবার ● ১৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের প্রাণের উৎসব বৈসু উদযাপন
বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের প্রাণের উৎসব বৈসু উদযাপন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ক্ষুদ্র নৃ গোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের ১৪২৬ উপলক্ষে ঐতিহ্যবাহী বৈসু উৎসব উদযাপিত হয়েছে। এউপলক্ষে ত্রিপুরা জাতি গোষ্ঠীর ঘরে ঘরে বইছে উৎসবের আমেজ । শুক্রবার (১২ এপ্রিল) দিন ব্যাপী বান্দরবান ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ইনষ্টিটিউটের আয়োজনে রোয়াংছড়ি উপজেলার কানাইজো পাড়া (আন্তা পাড়া) এলাকায় এ বৈসু অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ত্রিপুরা সম্প্রদায়ের ১৪২৬ ও বৈসু উৎসব উদযাপনে ত্রিপুরাদের হারিয়ে যাওয়া বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এছাড়া ত্রিপুরাদের ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা পাশাপাশি ত্রিপুরাদের পিঠা উৎসব, লোকজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গড়াইয়া লোকজ নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ইনষ্টিটিউটের আহব্বায়ক সিয়ং ম্রো এর সাভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু ক্য শৈহ্লা মারমা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বাবু ক্য শৈহ্লা মারমা বলেন, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে শুধুমাত্র বান্দরবান পার্বত্য জেলায় ১১ টি সম্প্রদায় রয়েছে পার্বত্য তিন জেলা ছাড়া অন্য ৬১ টি জেলায় এতগুলি সম্প্রদায় নাই। পার্বত্য এলাকার ১১ টি সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন কৃষ্টি কালচার রয়েছে। তাছাড়া বান্দরবান জেলার ১১ টি সম্প্রদায়ের আলাদা আলাদা ভাষা ,পোশাক, খেলাধুলা, সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যা একটি সম্প্রদায়ের সাথে আরেকটি সম্প্রদায়ের মিল নাই। আজ আমরা ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু অনুষ্ঠানে এসেছি আগামীকাল ১৩ তারিখ থেকে বান্দরবানের ঐতিহ্যবাহী মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব চার দিন ব্যাপী সাংগ্রাইং অনুষ্ঠান শুরু হবে । ঠিক এভাবে পুরো এপ্রিল মাস বিভিন্ন সম্প্রদায়ের আলাদা আলাদা বর্ষ বরণ অনুষ্ঠান উদযাপিত হবে। তিনি আরো বলেন, বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট এর মাধ্যমে জেলা পরিষদ থেকে বিভিন্ন অনুষ্ঠান গুলো আয়োজন করে থাকেন তারই ধারাবাহিকতায় আজকের রোয়াংছড়ি উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষ বরণের অনুষ্ঠান বৈসু উদযাপন করা হচ্ছে। আগামী দিনে আমরা পাহাড়ি গ্রামগুলোর হারিয়ে যাওয়া বৈচিত্র্যময় খেলাধুলা গুলি জেলা পর্যায়ে নিয়ে গিয়ে অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ এর কেন্দ্রীয় কমিঠির যুগ্ন সাংগঠনিক সম্পাদক গাব্রিয়েল ত্রিপুরার সনঞ্চালনা ও পরিচালয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য পিলিপ ত্রিপুরা, ত্রিপুরা সম্প্রদায়ের প্রবিণ নেতা সত্যহা পান্জি ত্রিপুরা ,সদর উপজেলা আ.লীগের সভাপতি পাই হ্লা অং মারমা, নব নির্বাচিত রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, নব নির্বাচিত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা, মহিলা ভাইচ চেয়ারম্যান য়ইসা প্রু মারমা ও নোয়াপতং ইউনিয়নপিরিষদের চেয়ারম্যান অং থোয়ইচিং মারমা প্রমূখ।