শনিবার ● ১৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় নদীচিত্র প্রদর্শনী
গাইবান্ধায় নদীচিত্র প্রদর্শনী
গাইবান্ধা প্রতিনিধি :: নদীময় শুভেচ্ছা জানিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) উদ্যোগে শনিবার সকাল ১১টায় গাইবান্ধা শহিদ মিনার চত্বরে দিনব্যাপী নদী উৎসব ও নদী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রিভারাইন পিপল এর সহযোগিতায় দিনব্যাপি এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক আবদুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম ও পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।
অধ্যক্ষ জহুরুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও রিভারাইন পিপল-এর পরিচালক ড. তুহিন ওয়াদুদ। এতে সভাপতিত্ব করেন গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম।
সকাল ১১টায় জাতীয় সংগীতের মধ্যদিয়ে উৎসব উদ্বোধনের পর ড. তুহিন ওয়াদুদ এর ‘রংপুর অঞ্চলের নদ-নদী’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন, নদীকথন, বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের অংশগ্রহনে সংসদীয় নদী বিতর্ক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন রণন এর পরিবেশনায় নদী বিষয়ক গান, নৃত্য, নদী বিষয়ক কবিতা, শাহীন রেজা সৈকত এর নির্দেশনায় নদী বিষয়ক ‘নাটক বন্দী বিবেক’ ও ড. তুহিন ওয়াদুদ এর একক নদীচিত্র প্রদর্শনী।
সকাল ১১টায় শুরু হয়ে উৎসব চলে বিকেল ৫টা পর্যন্ত।
গাইবান্ধায় নারী মুক্তি কেন্দ্রের বিক্ষোভ মিছিল
গাইবান্ধা :: ফেনীর সোনাগাজীতে অগ্নিদগ্ধ নুসরাত রাফির হত্যাকারী ও নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরের ১নং ট্রাফিক মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীম আরা মিনা, পারুল বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক ধর্ষণ, খুনের বীভৎস ঘটনা ঘটছে। ফলে আজকের নারীর উপর নেমে এসেছে সর্বগ্রাসী আক্রমন। এসবের বিরুদ্ধে সামাজিকভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান এবং সেইসাথে ওই মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষক সিরাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।