শনিবার ● ১৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে কেক তৈরি করছে বিষাক্ত রং দিয়ে
ঝালকাঠিতে কেক তৈরি করছে বিষাক্ত রং দিয়ে
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে জন্মদিনের কেক। মানবদেহের ক্ষতিকর ক্যামিকেল ও বিষাক্ত রং দিয়ে বাসার মধ্যে মশা-মাছি ও হাস মুরগির ময়লার পাসেই এ কেক তৈরির কারখানা। এই কেক তৈরির পরে রাজাপুর, কাউখালী, কাঁঠালিয়া, ভান্ডরিয়া,ঝালকাঠি, নলছিটি উপজেলাসহ বিভিন্ন এলাকায় দোকানে পাইকারী বিক্রি করে মিঠু। সে ঝালকাঠির কলেজ রোডের লুবনা মঞ্জিলের নিজ তলায় বাস ভাড়া নিয়ে প্রায় বছর ধরে এ ব্যবসা সম্প্রসারণ করছে বলে মালিক মিঠু জানায়। সে কাউখালী উপজেলার জয়কুল এলাকার বাসিন্দার। তার বাসায় রয়েছে বিশাল ওভেন, রংবেরঙের বাটার, কেমিক্যাল মিশিয়ে রং দিয়ে এ-ই নিন্মমানের শিশুদের জন্মদিনের কেক তৈরি করছে। যে, কেক আপনার আমার সকলেরই শিশুরাই খায়। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এব্যাপারে কারখানার মালিক মিঠু বলেন,আমি আগে ঢাকায় বেকারিতে চাকরি করতাম,এখন বাড়িতে এসেছি,এখানে বাসা ভাড়া নিয়ে কেক তৈরি করতেছি। আমার স্ত্রী সন্তানদের নিয়ে কোন রকমের চালিয়ে নিতেছি।