সোমবার ● ১৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভুত
বান্দরবানে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভুত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান পার্বত্য জেলা শহর এবং আশেপাশের উপজেলা গুলোতে আজ সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে শত শত মানুষ অজানা শংকায় পতিত হয়।
আজ সোমবার ১৫ এপ্রিল সকালে কয়েক সেকেন্ডর স্থায়ী এ ভূমিকম্পের সময় পাকা দালানগুলো কেপেঁ ওঠে এবং জন-মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে পড়েন। ভূমিকম্পের সময় পুকুর ও খালের পানি কয়েকফুট উঁচুতে লাফ দেয়। পাহাড়ি জেলা বান্দরবান শহর ছাড়াও আশেপাশের উপজেলাগুলোতেও একই সময়ে মৃদু ভূমিকম্প অনুভুত হয় বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। বান্দরবানের জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানাগেছে সাকাল ৭টা ৪০ মিনিটে এই ভুমিকম্প অনুভুত হয়েছে। ভুমিকম্পের মাত্রা ছিল ৪.৭ তবে বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় ভুমিকম্পে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে এজেলায় সোমবার সকালে অনুভুত মৃদু ভূমিকম্পসহ গত ১০ বছরে ১৫ দফা ভূমিকম্প অনুভুত হল।
নাইক্ষ্যংছড়ি লেকে ডুবে যাওয়া যুবকের লাশ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উপবন লেকে গোসল করতে নেমে ডুবে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে নাইক্ষ্যংছড়িতে বেড়াতে এসে ওই লেকে গোসল করতে নামলে সেখানে ডুবে যায়। নিহত নাম দুলাল বড়–য়া (১৬)। তিনি একই উপজেলার উত্তর ঘুনধুম এলাকার বিধু বড়–য়ার ছেলে। উখিয়া উচ্চ বিদ্যালয় থেকে সে এবার এসএসসি পরীক্ষা দেয়।
স্থানীয়রা জানান, নিহত দুলাল বড়–য়া বন্ধুদের সাথে নিযয়ে রবিবার দুপুরে উপবন পর্যটন লেকে সবাই গোসল করতে নামলে দুলাল ড়–য়া সাঁতার কাটতে না জানায় পানিতে ডুবে নিখোজ হয়। পরে রাতে চট্টগ্রাম থেকে ডুবুরি এনে লেকের পানির গভির থেকে দুলালের লাশ উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, গোসল করতে গিয়ে নিহত দুলাল বড়–য়া তার ১০ থেকে ১৫ জন বন্ধু নিয়ে উপবন লেক এ বেড়াতে এসে সাঁতার কাটতে নামে। সাঁতার কাটতে না জানায় দুলাল পানিতে ডুবে যায়।