সোমবার ● ১৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গুনীজন » জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী এখন লাইফ সাপোর্টে
জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী এখন লাইফ সাপোর্টে
সিএইচটি মিডিয়া ডেস্ক :: রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হওয়ার পর জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দীকে এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
তার পারিবারিক সূত্র জানায়, হঠাৎ বুকে ব্যথা অনুভূত হওয়ার কথা জানালে গতকাল রোববার রাত ১১টার দিকে শিল্পীকে সিএমএইচে নেওয়া হয়।
চলচ্চিত্রে প্লেব্যাক করে পুরুষ ক্যাটাগরিতে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন এ গুণী শিল্পী।
পুরস্কারপ্রাপ্ত ওইসব চলচ্চিত্রের মধ্যে রয়েছে- মহানায়ক (১৯৮৪), শুভদা (১৯৮৬), শ্রাবণ মেঘের দিন (১৯৯৯), শেষের পরে মেঘ (২০০৪) এবং মহুয়া সুন্দরী (২০১৫)।
এছাড়াও সঙ্গীতে অসামান্য অবদান স্বরূপ চলতি বছর (২০১৯) একুশে পদক পেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী।
হবিগঞ্জের বানিয়াচং থানায় নন্দীপাড়া মহল্লায় এক কায়স্থ সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন সুবীর নন্দী।
মা পুতুল রানীর কাছেই ছোটবেলায় গানের তালিম নিলেও সুবীর নন্দী গানের জগতে আসেন ১৯৭০ সালে ঢাকা রেডিওতে প্রথম রেকর্ডিং এর মধ্য দিয়ে। প্রথম গান ‘যদি কেউ ধূপ জ্বেলে দেয়’।
৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।