বুধবার ● ১৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » ছিনতাই হওয়া মাইক্রোবাস জয়পুরহাটে উদ্ধার
ছিনতাই হওয়া মাইক্রোবাস জয়পুরহাটে উদ্ধার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় মাইক্রো চালককে হত্যা করে ছিনতাই হওয়া (ঢাকা মেট্রো-০০-০৬১৭) নাম্বারের একটি মাইক্রোবাস মঙ্গলবার রাতে জয়পুরহাটের বানিয়াপাড়া পেট্রোল পাম্পের পাশে থেকে উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গত শুক্রবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপার ব্রিজের নিচে বকুল (২৬) নামের এক মাইক্রো চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার তদন্ত (ওসি) মো. আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ জয়পুরহাটের বানিয়াপাড়া পেট্রোল পাম্পের পাশে থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরো জানান আমাদের আভিযান অব্যাহত রয়েছে। আশাকরছি দ্রুতই হত্যাকারীকে গ্রেফতার করতে আমরা সক্ষম হবো।
ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।
বুধবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার ভঁরতেতুলিয়া রেলকলনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার ভঁরতেতুলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২৯) ও একই গ্রামের বাবু খন্দকারের ছেলে জীবন খন্দকার (১৯)।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই ছাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভঁরতেতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৩পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে। এই ঘটনায় বুধবার তাদের বিরুদ্ধে আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।