বুধবার ● ১৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় বর্নাঢ্য আয়োজনে মৈত্রী পানি বর্ষণ সমাপ্ত
রুমায় বর্নাঢ্য আয়োজনে মৈত্রী পানি বর্ষণ সমাপ্ত
রুমা প্রতিনিধি :: বান্দরবানের রুমা রুমা উপজেলায় সাংগ্রাইং উদযাপন কমিটির উদ্যোগে মহা সমারোহে ”মাহা সাংগ্রাইং পোয়ে ২০১৯” অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রুমার মারমা সম্প্রদায় অধ্যুষিত বিভিন্ন জনপদে সাংগ্রাইং উপলক্ষে পানি বর্ষণ অনুষ্ঠান শেষ পর্যায়ে চতুর্থ দিনে রুমা বাজার সংলগ্ন সাংগু নদীর তীরে সমাপনী এ পানি বর্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংগ্রাইং এর ’রিলং পোয়ে’ অর্থাৎ পানি বর্ষণ অনুষ্ঠান মারমা সম্প্রদায়ের বৃহত্তম সাংস্কৃতিক এবং ধর্মীয় উৎসব, এ উৎসবে পানি বর্ষণ ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠাপুলির উৎসব হয়ে থাকে।
পানি বর্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন, নব নির্বাচিত রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা। রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুমা উপজেলার জোন কমান্ডার লে: কর্ণেল মোহম্মদ শাহ নেওয়াজ পিএসসি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচিত ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, রুমা থানার অফিসার ইনচার্জ মো. আবুল কাসেম চৌধুরী, পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, রুমা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন বড়ুয়াসহ স্থানিয় ব্যক্তি বর্গ।
পানি বর্ষণ অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনা ছাড়াও বান্দরবান জেলা সদরের মারমা সম্প্রদায়ের অন্যতম শিল্পী সংগঠন মারমা শিল্পী গোষ্ঠীর সদস্যরা দৃষ্টি নন্দন নৃত্য ও গান পরিবেশন করেন।