রবিবার ● ২১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » শ্রীলংকায় গির্জায় হামলায় মৃতের সংখ্যা ২০৭ ছাড়িয়েছে
শ্রীলংকায় গির্জায় হামলায় মৃতের সংখ্যা ২০৭ ছাড়িয়েছে
সিএইচটি মিডিয়া ডেস্ক :: আজ ২১ এপ্রিল রবিবার শ্রীলংকার রাজধানী কলম্বোসহ কয়েকটি স্থানে দফায় দফায় বিস্ফোরণে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা বাড়ছে।
শ্রীলংকা জুড়ে গির্জা এবং হোটেলে ছয়টি বিস্ফোরণে অন্তত ২০৭ জন নিহত হয়েছে। আরো অনেকে আহত হয়েছে পাঁচ তারকা হোটেল সাংরি লা, কিংসবেরি এবং সিনামন গ্রান্ড হোটেলে বিস্ফোরণ হয়েছে। এ হোটেলগুলো কলম্বো শহরের কেন্দ্রে অবস্থিত গির্জাগুলোতে যখন বিস্ফোরণ হয় তখন ইস্টার সানডে পালনের জন্য অনেকে প্রার্থনায় ছিলেন।
এখন পর্যন্ত ইস্টার সানডেতে পুরো শ্রীলংকায় আটটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব বিস্ফোরণ হয়েছে মূলত গির্জা ও হোটেলে।
এ হামলার সবশেষ তথ্য কমপক্ষে ২০৭ জন নিহত ও ৪৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। ৩০ জন বিদেশী নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করে শ্রীলংকার পুলিশ এবং ২ জন বাংলাদেশী নিখোঁজ রয়েছে।
শ্রীলংকার প্রতিরক্ষামন্ত্রী বলছেন NTJ (National Thowheeth Jama’ath) নামক একটি ইসলামী জঙ্গি সংগঠন এ হামলা চালিয়েছে।
আত্মঘাতী বোমা হামলাকারী দু’জনের নাম জাহরান হাশিম ও আবু মোহাম্মেদ।
গতবছর বুদ্ধিস্ট টেম্পল ভেঙে গুড়িয়ে দেয়ার মধ্যে দিয়ে NTJ এর উত্থান হয়। আগামী দশ দিন আরো হামলা হবার আশংকা রয়েছে। এ পর্যন্ত সাত জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সন্ধ্যা ৬ টা থেকে আগামী কাল সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে কারফিউ জারি কারা হয়েছে।
শ্রীলংকায় সকল ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটওয়ার্কগুলো বন্ধ করে দেয়া হয়েছ।