বুধবার ● ৬ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কক্সবাজার » পতাকা বৈঠকের পর মিয়ানমারের বিজিপি সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি
পতাকা বৈঠকের পর মিয়ানমারের বিজিপি সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি
কক্সবাজার প্রতিনিধি :: নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) এক সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি।
বুধবার দুপুর ১টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর তাকে ফেরত দেওয়া হয় বলে জানান বিজিবি রামু ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম পারভেজ।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে নাইক্ষ্যংছড়ির আশারতলী পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের দায়ে বিজিপির সিপাহী লাতুংহ্লাকে (২০) আটক করে বিজিবির টহল দলের সদস্যরা।
লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম পারভেজ বলেন, বিজিপির সদস্যকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিষয়টি বিজিপিকে জানানোর পর বুধবার পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
“পথ ভুল করে বিজিপি সদস্য লাতুংহ্লা বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে বলে বিজিপির পক্ষ থেকে বৈঠকে দাবি করা হয়।”
বিজিবির পক্ষে লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম পারভেজ এবং বিজিপির পক্ষে ২ নম্বর বর্ডার পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল চ তুই জা পতাকা বৈঠকে নেতৃত্ব দেন।