রবিবার ● ২১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গুনীজন » ব্যারিষ্টার আমিনুল হকের মৃত্যুতে ফারুক চৌধুরীর শোক
ব্যারিষ্টার আমিনুল হকের মৃত্যুতে ফারুক চৌধুরীর শোক
রাজশাহী প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির ) ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের মৃতুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী-১ ( গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
এক শোক বার্তায় এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, ব্যারিষ্টার আমিনুল হক শুধু একজনই রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন অভিজ্ঞ আইনজীবি। তিনি রাজনৈতিক জীবনে দীর্ঘদিন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা ও উন্নয়নে ভূমিকা রেখেছেন। দেশের সংসদীয় রাজনীতির ক্ষেত্রে তিনি বিশাল অবদান রেখেছেন এজন্য জনগণ তাকে স্মরণ রাখবে। তিনি ব্যারিষ্টার আমিনুল হকের বিদেহী আত্নার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ব্যারিষ্টার আমিনুল হক দীর্ঘদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ রবিবার সকাল সাড়ে ৯ টায় মারা যান। তিনি উচ্চ রক্তচাপ, ক্যান্স্যারসহ নানান রোগে ভূগছিলেন ।
রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা
রাজশাহী :: পারস্পরিক সম্পর্ক আরও বেশি সোহার্দ্যময় করার লক্ষ্যে রাজশাহী জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহীর প্রিন্ট, ইলেট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। এ সময় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(সদর),মোঃ ইফতে খায়ের আলম ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহোদয় উপস্থিত সাংবাদিকবৃন্দকে জেলা পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে থেকে কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে বিভিন্ন সময় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য পুলিশ সুপার মহোদয় উপস্থিত সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানান।
এছাড়া বর্তমানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম সংঘটিত হচ্ছে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান। জেলার থানাগুলো যাতে কোন প্রকার হয়রানি ছাড়াই সাধারণ জনগণকে সেবা প্রদান করে এবং জনবান্ধব পুলিশিং গড়ে তোলে সে বিষয়ে থানাসমূহের অফিসার ইনচার্জগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।