মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী
বান্দরবানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী
বান্দরবান প্রতিনিধি :: ”খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপার্দ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় পুষ্টি সপ্তাহ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে ।
আজ মঙ্গলবার ২৩ এপ্রিল সকালে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সারর্জন কার্যালয়ে গিয়ে শেষ হয় ।
পুষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভায় অতিথিরা জনগণের মাঝে স্বাস্থ্য বিয়ষক নানা তাৎপর্য তুলে ধরে জনগনকে স্বাস্থ্য বিষয়ের সচেতন করে গড়ে তুলার জন্য স্বাস্থ্য কর্মীদের বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন ।
র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শফিউল আলম, বান্দরবান জেলার সিভিল সার্জন ডা: অং শৈ প্রু মারমা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ,সিনিয়র স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সাসুইচিং মারমা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।
কাউখালীতে জাতীয় পুষ্ঠি সপ্তাহ শুরু
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বে-সরকারী উন্নয়ন সংস্থ্যা জুম ফাউন্ডেশনের সহযোগিতায় জাতীয় পুষ্ঠি সপ্তাহ-২০১৯ ২৩-২৯ এপ্রিল আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগে শুরু করা হয়।
জাতীয় পুষ্ঠি সপ্তাহ-২০১৯ উপলক্ষে কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগ ও জুম ফাউন্ডেশন, উপজেলায় কর্মরত বিভিন্ন বে-সরকারী উন্নয়নমুলুক সংস্থ্যা এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনে এক র্যালী উপজেলার গুরুত্বপুর্ন বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুইমি প্রু রোয়াজার সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য বিভাগের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মো. সাইফুল ইসলাম, কাউখালী আইডিয়েল কেজি স্কুল অধ্যক্ষ মিলন কান্তি দে,উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক, ব্রাক কাউখালী শাখার ম্যানেজার রীতা খীসা,আরএইচস্টেপ এনজিও’র ম্যানেজার তুহিন চাকমা, পুরান পোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলক চাকমা ও জুম ফাউন্ডেশনের প্রতিনিধি ঊষাতন চাকমা।