মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে পিস্তলসহ ২সন্ত্রাসী আটক
আত্রাইয়ে পিস্তলসহ ২সন্ত্রাসী আটক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাট কালুপাড়া ইউনিয়নের ২নং ওয়াড নন্দননীল গ্রাম থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড তাজাগুলি দুটি মোটর সাইকেলসহ দুইজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক কৃতরা হলেন, জেলার আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের আশরাফুল ইসলাম আপন (২৬) ও একই গ্রামের সোহেল রানা (৩৪)। আজ মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল জেলার আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের মৃত আকবর হোসেন এর ছেলে সোহেল রানার বাড়ীতে কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল ইসলাম অবস্থান করছিলেন। সেখান থেকে আশরাফুল ইসলামকে আটক করে। এবং তাঁর দেহ তল্লাশী করে তাঁর কাছ থেকে একটি লোহার তৈরী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজাগুলি উদ্ধার করে। এবং তাঁর দেয়া তথ্যে ভিত্তিতে সোহেল রানার কাছ থেকে একটি চোরাই (ইয়ামাহা এফজেড) মটর সাইকেল আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আরও একটি পালসার মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক কৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান তিনি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, ডিবির ওসি সামসুদ্দীনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।