মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » নুসরাতের মত আগুন দিয়ে পুড়িয়ে মারা হল রাউজানের শাহীনকে
নুসরাতের মত আগুন দিয়ে পুড়িয়ে মারা হল রাউজানের শাহীনকে
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: সারাদেশে যখন চলছে নুসরাত হত্যা তিব্র আন্দোলন আর প্রতিবাদ সেই সময়ে আপবারো এমন হত্যা যোগ্যা ঘটনা হয়েছে রাউজানে। এবার চট্টগ্রামের রাউজানের এক মেয়েকে ফেনীর নুসরাত জাহান রাফির মতো গায়ে আগুন দেওয়া পর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে না ফেরার দেশে চলে গেলেন, রাউজান নোয়াজিশপুর ইউনিয়নের অদুদিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থী শাহীনুর। সেই উপজেলার দিনমজুর জাফর আহম্মাদের মেয়ে।
গত সোমবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহেনুর।
একাদীক সুত্রে জানাযায়, বিগত দুই দেড় বছর আগে লক্ষীপুরের কমলনগরের আইয়ুব নগর গ্রামের সালাহ উদ্দিনের সাথে মুঠোফোনে প্রেমের সম্পর্ক হলে, এর জেরে রাউজানের মেয়ে শাহীনুরের সাথে বিয়ে হয়। শাহীনুর তার স্বামীর অধিকার ও স্ত্রীর স্বীকৃতি চাইতে তিনি লক্ষীপুরে বিকালে স্বামীর বাড়ির এলাকায় যান।
এসময় সালাহ উদ্দিনের আগের স্ত্রী ও সন্তানের সামনে শাহীনুর স্ত্রীর মর্যাদা চাইতে দাবি করলে সালাহ উদ্দিন এর সাথে কয়েক ঘন্টা এই বিষয়ে কথা কাটাকাটি হয়। এই সময় শাহীনুর সালাহ উদ্দিনের কাছে পাত্তা না পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি’কে এই বিষয়টা জানান তিনি। এই এলাকার মেম্বার উপযুক্ত প্রমানের কাগজ পত্র বিষয়ে জানতে চান, তিনি বিয়ের প্রমাণ হিসবে কাগজ পত্র আনতে বলেন, তিনি এটার বিচার প্রমানের মধ্যে করবেন।
পরে শাহীনুর আশ্বাস পেয়ে কাগজ পত্র আনতে চট্টগ্রামের দিকে আসার পথে তাঁর পথ সালাহ উদ্দিন আটক করে শাহীনুরের শরীলে কেরোসিন টেলে আগুন ধরিয়ে দেন। পরে এলাকাবাসী আওয়াজ শুনে শাহীনুরকে দ্রুত উদ্ধার করে প্রথমে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এতে তার অবস্থা আশস্কজনক হওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, গত সোমবার সকালে না ফেরার দেশে চলে যান রাউজানের মেয়ে শাহীনুর।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সরওয়ার সিকদার জানান, শাহীনুর এর মা গত পাচঁ-ছয় বছর আগে মারা গেলেও, তার বাবা মো. জাফর আবার বিয়ে করেন, যখন শাহীনুরের পরিবারে সৎ মা ঘরে আসেন শুরু হয় আ অভাব অনটন”। পরে শাহীনুর পড়ালেখা বন্ধ করে চলে যান চাকরির সন্ধানে চট্টগ্রাম শহরে। সেখানে জীবিকা-নির্বাহের জন্য পথ খজেঁ নেন গার্মেন্টস কারকানায় চাকরি। তাও হলনা সূখের ঘর মৃত্যুর হল সালাহ উদ্দিন স্বীকৃত না দেওয়া স্বামী সালাহ উদ্দিনের কেরোসিন দেওয়া আগুনে পুড়ে মড়লেন শাহীনুর।
এবিষয়ে রাউজান থানার পুলিশ এর কাছে এই নিয়ে জানতে চাইলে তাঁরা বলেন, লক্ষীপুর থেকে একদল পুলিশ শাহীনুর এর বাড়ি ঠিকনা জানতে আমাদের কাছে আসেন আমরা তাঁদের সহয়তা করি।