বুধবার ● ৬ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুরুদাসপুরের ঝাউপাড়া প্রাইমারী স্কুলে এবারেও চমক
গুরুদাসপুরের ঝাউপাড়া প্রাইমারী স্কুলে এবারেও চমক
নাটোর প্রতিনিধি :: নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রত্যন্ত এলাকার ঝাউপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪৬ জন শিক্ষার্থীর সবাই এবারের সমাপনী পরীক্ষায় শতভাগ পাশের পাশাপাশি জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে জেলার সেরা ফলাফলের কৃতিত্ব অর্জন করেছে৷ ২০১৪ সালের সমাপনী পরীক্ষাতেও ৪৪ জন শিক্ষার্থী শতভাগ পাশ সহ ২০ জন জিপিএ-৫ পেয়ে উপজেলার দ্বিতীয় সেরা ফলাফলের গৌরব অর্জন করায় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে৷
স্কুলটির ফলাফল বরাবরই ভালো করার নেপথ্যে শিক্ষক, অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির ঐকানত্মিক পরিশ্রমের ফসল বলে উল্লেখ করেন প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান৷ উল্লেখ্য, সরকারী শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষে উপজেলার একমাত্র এই বিদ্যালয়টিতেই ৮ম শ্রেনী পর্যন্ত পাঠদান কাযক্রম চলছে৷
বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসারের উপাধি অর্জনকারী গুরুদাসপুর উপজেলা শিক্ষা অফিসার এসএম রফিকুল ইসলাম বলেন, স্কুলটির ধারাবাহিক সাফল্যের কারনে আমরা গর্বিত৷