বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের উপজেলা চেয়ারম্যন ভাইস চেয়ারম্যান এর শপথ গ্রহণ
বান্দরবানের উপজেলা চেয়ারম্যন ভাইস চেয়ারম্যান এর শপথ গ্রহণ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান পার্বত্য জেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৬ জন ও স্বতন্ত্র ১ জনসহ মোট ৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ১৪ জন পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান এই নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
উপজেলা চেয়ারম্যান এর মধ্যে যারা শপথ নিয়েছেন তারা হলেন- বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, নাইক্ষ্যংছড়ি অধ্যাপক মো. শফিউল্লাহ, আলীকদমের মো.আবুল কালাম, লামা উপজেলার মোস্তফা জামাল, রুমা উপজেলার উহ্লাচিং মারমা, থানচি উপজেলার থোয়াইহ্লা মং মারমা, এবং রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা।
এছাড়া ভাইস চেয়ারম্যানদের মধ্যে শপথ নিয়েছেন- বান্দরবান সদর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা, মহিলা য়ই সা প্রু মারমা, নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান মংলা মারমা ও মহিলা শামিমা আক্তার, লামা উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মহিলা মিল্কি রানী, আলীকদম উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন ও মহিলা শিরিনা আক্তার, রুমা উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম ও মহিলা নুম্রাউ মারমা, থানচি উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান চসাথোওয়াই মারমা (পকশৈ) ও মহিলা মেনু প্রু র্মামা এবং রোয়াংছড়ি উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান আথুই মং মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিং প্রু মারমা শপথ গ্রহন করেন ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। আপনারা আজ থেকে জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে।
শপথ রাহান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি পেলেন ৭৩২ জন শিক্ষার্থী
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের ২০১৭-১৮ সালের শিক্ষা বর্ষের ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকালে বান্দরবানের অরুন সারকী টাউন হলে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এই বৃত্তির টাকা ছেলে মেয়েদের পড়া লেখার ক্ষেত্রে অগ্রর্নী ভূর্মিকা পালন করবে। আমাদের ছেলে মেয়েদের বসে থাকলে চলবে না এখনই সময় মন দিয়ে লেখা পড়া করে নিজেকে গড়ে তোলার। সকল শিক্ষার্থীদের মন দিয়ে পড়া শুনা করার আহব্বান জানান তিনি ।
পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রপ্ত নির্বহী প্রকৌশরী ইয়াসির আরাফাত বলেন, এই বছর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের অধিনে কলেজ পর্যায়ে ৩১৫ জন শিক্ষার্থীদের মঝে ২২লক্ষ ৫ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৮১৭ জন শিক্ষার্থীর মাঝে ৪১ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করা হয়। সর্ব মোট জেলার ছাত্র ছাত্রীদের ৭৩২ জনের মাঝে ৬৩ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বান্দরবান ,রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার সর্বমোট ২হাজার ২শত ২২জন শিক্ষার্থীদের মাঝে ১ কোটি ৯৩ লক্ষ ৩৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।
শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রসাসক শফিউল আলম ও বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ মকসুদুল আমীন প্রমূখ উপস্থিত ছিলেন।