শুক্রবার ● ২৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে তিন গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
পটুয়াখালীতে তিন গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গরু চুরির অভিযােগে চাের চক্রের তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সােপর্দ করেছে জনতা। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার খালগােড়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ফুলখালী গ্রাম থেকে ৫টি গরু চুরি করে ট্রলারযােগে চাের চক্রের সদস্যরা রওনা হয়। পথিমধ্যে তারা কাজির হাওলা এসে আবারও গরু চুরির চেষ্টা চালালে স্থানীয় লােকজন দেখে ফেলে। পরে লােকজন ডাক-চিৎকার দিলে ট্রলার থেক গরু নামিয়ে রেখে পালানাের চেষ্টা করে তারা। কিন্তু রাত ১২ টার দিকে খালগােড়া লঞ্চঘাট এলাকা দিয়ে পালানাের পথে ট্রলারসহ চাের চক্রের তিনজনকে ধরে ফেলে জনতা। একপর্যায় উত্তেজিত জনতা ট্রলারটি আগুন দিয়ে সিংহভাগ পুড়িয়ে দেয় এবং ওই তিনজনকে বেধড়ক গণপিটুনি দিয়ে রাঙ্গাবালী থানা পুলিশের কাছে সােপর্দ করে। পরে তাদেরকে আহতবস্থায় উদ্ধার করে শুক্রবার সকাল পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
চাের চক্রের ওই তিনজন হল, উপজেলার চরগঙ্গা গ্রামের জলিল আকন (৩৮), ভােলার দুলারহাটের নীলকমল ইউনিয়নের আনােয়ার গাজী (৩৫) ও শশীভূষণের উত্তর চরমঙ্গল গ্রামের মমিন শিকদার (৩২)।
রাঙ্গাবালী থানার ওসি মাে. আলী আহম্মেদ জানান , চাের চক্রের এই তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আরও ৬-৭জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।