শুক্রবার ● ২৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » মাদকাসক্ত যুবকের ‘টাকা না দেওয়ায়’ ক্ষিপ্ত হয়ে মা ও নানীকে কুপিয়ে হত্যা
মাদকাসক্ত যুবকের ‘টাকা না দেওয়ায়’ ক্ষিপ্ত হয়ে মা ও নানীকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার নওদাগ্রামে মানসিক বিকারগ্রস্থ যুবক ইমরান (২৬)’র ধারালো অস্ত্রের আঘাতে মা ও নানী নিহত হয়েছে। নিহতরা হলো-ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের মেয়ে মর্জিনা খাতুন ও স্ত্রী শামসুন্নাহার (৭০)। বৃহস্পতিবার ভোররাতে যশোর সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ইমরান তার মায়ের কাছে টাকা চাই। টাকা না দিলে ক্ষিপ্ত হয়ে মা ও নানিকে কুপিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, মহেশপুর সরকারি বালিকা বিদ্যালয়ের কারিগরী বিষয়ের শিক্ষক মর্জিনা বেগম তার সন্তান ইমরান ও তার মা শামসুন্নাহারকে নিয়ে বসবাস করতেন। ছেলে ইমরান ছিল মানসিক রোগী। বিভিন্ন সময় সে তার মা ও নানীকে শারীরিকভাবে নির্যাতন করতো। ২০০৪ সালে যখন তার মায়ের ডিভোর্স হয় সে বছর সে তার দাদাকে মারধোর করে। পরবর্তীতে তাকে দুইদফা পাবনা মানষিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। রাত ২ টার দিকে চিৎকার শুনে লোকজন বাড়িতে গিয়ে দেখতে পান দুই জনই ঘরের মেঝেতে পড়ে আছেন। ইমরান ওই সময়েই পালিয়ে যায়। এদিকে এলাকাবাসী বলছে, ইমরান মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই তার মাকে মারধর করতো। রাতেও তার মায়ের কাছে নেশার জন্য টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় এ ঘটনাটি ঘটিয়েছে ইমরান।
শৈলকুপা পৌরসভা ও সাধুহাটী শিল্প এলাকা বিদ্যুৎ শুন্য
ঝিনাইদহ :: পাওয়ার গ্রিড কোং অব বাংলাদেশ (পিজিসিবি) ও ঝিনাইদহ পল্লী বিদ্যুতের গড়িমসির কারণে ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন (ওজোপাডিকো) কোম্পানীর শৈলকুপা ও সাধুহাটী ফিডার থেকে সুপারভাইজারি কন্ট্রোল এন্ড ডাটা একুইজিশন (স্ক্যাডা) অপসারণ করে পল্লী বিদ্যুতের দুইটি ফিডারে (৩৩ কেবি) সংযুক্ত করার সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না। ফলে ওই দুইটি ফিডারের আওতাধীন শত শত গ্রাহক দুর্ভোগে পড়েছে। যখন তখন শৈলকুপা পৌরসভা ও সাধুহাটী শিল্প এলাকা বিদ্যুৎ শুন্য হয়ে পড়ছে। এতে সরকারের ভাবমুর্তিক্ষন্ন হচ্ছে বলে গ্রাহকরা অভিযোগ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮ সালের ৪ নভেম্বর ওজোপাডিকো, পিজিসিবি ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রীপক্ষিয় সমঝোতা হয়। সেখানে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে কর্মকর্তারা স্ক্যাডা অপসারনে সম্মত হন। অথচ পিজিসিবি ও পল্লী বিদ্যুতের গড়িমসির কারণে ৬ মাসেও এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। স্ক্যাডা অপসারণ না হওয়ায় শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাইও ক্ষুদ্ধ বলে জানা গেছে। খোজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ পল্লী বিদ্যুতের ৮টি ফিডারের মধ্যে একটিও সুপারভাইজারি কন্ট্রোল এন্ড ডাটা একুইজিশন (স্ক্যাডা) নেই। অথচ ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশনে ৫টি ফিডারের মধ্যে ৩টি স্ক্যাডা রয়েছে। স্ক্যাডা থাকার কারণে যখন তখন শৈলকুপা ও সাধুহাটী ফিডার থেকে বিদ্যুৎ কেটে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার জানান, ওজোপাডিকো, পিজিসিবি ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রীপক্ষিয় সমঝোতা হয়েছিল। কিন্তু ৬ মাসেও তার কোন বাস্তবায়ন দেখছি না। পিজিসিবি’র ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের নতুন সাবস্টেশন ছিল না বলে কাজটি ঝুলে ছিল। এখন নতুন সাবস্টেশন তৈরী হয়েছে। তিনি বলেন, পল্লী বিদ্যুতের জিএম ও পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে ঝিনাইদহ গ্রীডে কন্ট্রোল কেবল লাগাতে। কন্ট্রোল কেবল লাগালে স্ক্যাডা অপসারণ হবে বলে তিনি জানান। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মহিউদ্দীন জানান, আমি নতুন দায়িত্ব নিয়েছি। খোঁজ নিয়ে বলতে পারবো।
ভোটার তালিকায় নাম ওঠানো হলনা আবু বকরের
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের আবু বকর (৬৫) নামে এক হতদরিদ্র ভিক্ষুক ইজিবাইক দুর্ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত হয়েছেন। তিনি পশ্চিম ভবানীপুর গ্রামের কায়েম আলীর ছেলে। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদুল আসলাম জানান, বৃহস্পতিবার আবু বকর ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য নলডাঙ্গা থেকে বিষয়খালি আসছিলেন। তাদের বহনকৃত ইজিবাইকটি সদর উপজেলার নৈহাটী ডাকাতিয়া নামক স্থানে পৌছালে উল্টে গিয়ে গুরুতর আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে মৃত্যু বরণ করেন। স্থানীয় ইউপি মেম্বর এরশাদ আলী খবরের সত্যতা নিশ্চত করেছেন।
ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-স্ত্রী হত্যা স্বামীর ফাঁসির আদেশ
ঝিনাইদহ :: ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামী সুরুজ আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি এ রায় প্রদাণ করেন। দন্ডিত সুরুজ আলী হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের বরকত আলীর ছেলে। স্ত্রী চম্পা খাতুনকে হত্যা আদালতে প্রমানিত হওয়ায় তাকে এই দন্ড দেওয়া হয়। আদালত সুত্রে জানা যায়, ২০০৩ সালের ২৯ ডিসেম্বর তারিখে যৌতুকের দাবিতে স্ত্রী চম্পা খাতুনকে হত্যার পর আতœহত্যা বলে চালানোর চেষ্টা করে স্বামী সরুজ ও তার পরিবার। পুলিশ চম্পার লাশ উদ্ধার করে ময়না তদন্ত করে হত্যার প্রমান পায়। ২০০৪ সালের ২১ মার্চ হরিনাকুন্ডু থানায় ৪ জনকে আসামী করে চম্পার ভাই ইদ্রিস আলী একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিত্বে আসামী সুরুজ আলীকে মৃত্যুদন্ড প্রদাণ করেন।
নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রোধ করতে ঝিনাইদহে ট্রাফিক পক্ষ পালন
ঝিনাইদহ :: জনগনের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রোধ করতে ঝিনাইদহে ট্রাফিক পক্ষ পালন করা হচ্ছে। জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে এ উপলক্ষে শহরের হামদহ মোড় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালী শেষে পুলিশ সুপার বিভিন্ন যানবাহনে সড়ক দুর্ঘটনা রোধে করনীয় শীর্ষক সচেতনা মুলক লিফলেট বিতরন করেন। পরে শ্রমিক ইউনিয়ন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের দাউদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুরজামান খোকন। এসময় বক্তারা, সড়কে দুর্ঘটনারোধে মালিক, চালকসহ সকলকে সচেতন হওয়ার আহব্বান জানান।