সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে মাদক, জঙ্গি ও ইভটিজিং বিষয়ে কমিউনিটি পুলিশিং সভা
বান্দরবানে মাদক, জঙ্গি ও ইভটিজিং বিষয়ে কমিউনিটি পুলিশিং সভা
বান্দরবান প্রতিনিধি :: “মাদক ছেড়ে কলম ধরি ” দেশ গড়ার শপথ করি” এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ে মাদক জঙ্গি ও ইভটিজিং বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতনতা করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৮ এপ্রিল বেলা ১১ টায় বান্দরবান সদর থানার আয়োজনে বান্দরবানের উপ-শহর বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাদক জঙ্গি ও ইভটিজিং বিষয়ে সচেতনতা করার লক্ষে এই কমিউনিটি পুলিশিং আলোচনা সভা অনষ্ঠিত হয়।
বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়ার সভাপতিত্বে মাদক জঙ্গি ও ইভটিজিং বিষয়ে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম মাদক জঙ্গি ইভটিজিং বিষয়ে ২ ঘন্টা ব্যাপী ছত্র-ছাত্রীদের সচেতনতা ও শিক্ষা মূলক বিভিন্ন বিষয়ে ধারণা দেন।
এসময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, সারাদেশে ধর্ষণ খুন ইভটিজিং ও মাদকের ভয়াবহতা যেভাবে বাড়ছে আমাদের ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে সচেতন করতে কমিউনিটি পুলিশিং আলোচনা সভার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সচেতন করার জন্য আমরা বিভিন্ন স্কুল কলেজে এ আলোচনা সভা করে আসছে।
ওসি আরো বলেন, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ছাত্র-ছাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে এর ভালো খারাপ দিকগুলো সম্পর্কে ধারণা দেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বান্দরবান সদর থানার সাব ইন্সপেক্টর প্রিয়েল পালিতসহ বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।