সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » মাদ্রাসা শিক্ষার্থী সোহানকে আপত্তিকর অবস্থায় দেখে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়
মাদ্রাসা শিক্ষার্থী সোহানকে আপত্তিকর অবস্থায় দেখে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়
ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চাঞ্চল্যকর মাদ্রাসা শিক্ষার্থী সোহানূর রহমান সোহান (১৭) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। প্রেমের সম্পর্কের জেরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর সোহানকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছেন ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। রবিবার (২৮ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার সুরেরপাড় গ্রামের আব্দুর রহমান (১৯) আব্দুর রহমানের পিতা হাবিবুর রহমান (৪০), আমির হামজা (১৬), শফিকুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি শাহ কামাল জানান, গত ২৫ এপ্রিল সোহান হত্যা মামলা তদন্তভার ডিবি পুলিশের কাছে আসার পর এ হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়।
তিনি আরও জানান, সোহান এর সাথে একই গ্রামের সফিকুলের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন রাতে সবাই মসজিদের টাইলস নামানোর কাজে ব্যস্ত থাকার সময় শফিকুলের মেয়ের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয় সোহান। এ সময় শফিকুলের ভাতিজা আব্দুর রহমান খিচুরি খেয়ে বাড়ি ফেরার পথে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে সোহানকে আটক করে।
পুলিশের এই কর্মকর্তা আরো জনান, ঘটনাস্থলে আব্দুর রহমানের বাবা ও চাচাত ভাই আমির হামজা এসে ভিকটিম সোহানকে নিয়ে তাদের বাড়ির বারান্দায় মারধর করে শ্বাসরোধে হত্যা করে। পরে গভীর রাতে সোহানের মরদেহ পাশের ধান ক্ষেতে ফেলে রেখে চলে যায়।
উল্লেখ্য, গত ৮ মার্চ ফুলবাড়ীয়ার উজলহাটি গ্রামের মসজিদ থেকে দুইশ’ গজ দূরে ধান ক্ষেত থেকে কাঁদা মাখানো ময়মনসিংহ কাঁচারীঘাট হাফেজিয়া মাদ্রাার শিক্ষার্থী ও উজলহাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে সোহানূর রহমান সোহান (১৭)’র লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় সোহানের বাবা অজ্ঞাতনামাদের আসামি করে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন,আটক-২
ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির আঙিনায় মারামারিতে ভাইয়ের হাতে ছোটভাই মোসলেম উদ্দিনের (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ এপ্রিল) ভোরে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মমেক মর্গে প্রেরণ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের দরিবৃ গ্রামের মোসলেম উদ্দিনের (৬৫) সাথে তার বড় ভাই আজিম উদ্দিন (৭০) এর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে পূর্ব বিরোধের জের ধরে উভয়ের মাঝে বাড়ির আঙিনায় কথাকাটাকাটি হয়। এতে দুই পরিবারের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়ে পরে মারামারি পর্যন্ত গড়ায়। এসময় মারামারিতে উভয় পক্ষে কমপক্ষে ৪জন আহত হয়। আহতরা হলেন, মোসলেম উদ্দিন ও তার স্ত্রী ছেলে শামীম এবং বড় ভাই আজিম উদ্দিন।
পরে গুরুতর আহত অবস্থায় মোসলেম উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ কবীর বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে আরো জানান তিনি।