সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্কুটি চড়ে ঢাকা থেকে বান্দরবানে পাহাড়ে ৪ নারী
স্কুটি চড়ে ঢাকা থেকে বান্দরবানে পাহাড়ে ৪ নারী
বান্দরবান প্রতিনিধি :: “নারীর চোখে বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে নিয়ে স্কুটিতে চড়ে ভ্রমণপ্রেমী ৪ জন নারী পর্যটন নগরী জেলা বান্দরবানে সফর করেছেন। রবিবার (২৮ এপ্রিল) সকালে দলটি বান্দরবানে এসে পৌঁছান। পরে বান্দরবানের সুয়ালক উচ্চ বিদ্যালয়ে নারীদের নিরাপত্তা, পুষ্টি, নারী স্বাস্থ্য সচেতনতা, বিপদে আত্মরক্ষার কৌশল, বাল্যবিয়ে রোধ পর্যটন ও দেশের মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দেন। ভ্রমন ভিত্তিক সংগঠন ট্রাভেলস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. সাবিয়া হক এর নেতৃত্বে দলটি বান্দরবান সফর করেন। সাথে ছিলেন ডা. মানসী সাহা, সিলভী রহমান ও শামসুর নাহার সুমা।
ভ্রমন কন্যারা দৈনিক অধিকারকে বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে সুস্থ সচেতন হওয়া ছাড়া নারী সমাজের কোনো বিপল্প নেই। এই শিক্ষাই নারীর দৃষ্টিভঙ্গি প্রসারিত করে তাদের মানবসম্পদে পরিণত করতে। এ লক্ষে তারা দেশের ৬৪ জেলা ভ্রমণ করছেন ও তৃণমূল নারীদের সচেতন করছেন।
তারা বলেন, সারা দেশে নারীদের সচেতন করতে ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে ভ্রমণ কন্যারা ২টি স্কুটি নিয়ে দেশে বিভিন্ নজেলায় ভ্রমণ শুরু করেন। এবং রোববারে এই ৪ নারী বাইকার ৬১তম জেলা পর্যটন নগরী বান্দরবানে সফর করেন। বান্দরবান সফর শেষে সোমবার তারা রাঙ্গামাটিতে সচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নেবেন।
সচেতনতা মূলক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল কবির, এটিএন বাংলা ও এটিএন নিউজের বান্দরবান জেলা প্রতিনিধি মিনারুল হক, প্রথম আলোর বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা প্রমূখ।