মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খেলা » বরকলে হ্যান্ডবল প্রতিযোগিতা
বরকলে হ্যান্ডবল প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিবেদক :: রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ ৩০ এপ্রিল মঙ্গলবার বরকল উপজেলায় সুবলং উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল ছাত্রদের অংশ গ্রহনে সকাল ৯টা থেকে শুরু করে এক হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার খেলায় স্থানীয় সুবলং উচ্চ বিদ্যালয়,বিলছড়া উচ্চ বিদ্যালয় এবং বরুনাছড়ি উচ্চ বিদ্যালয় এর মোট ৩০ জন ছাত্র ৩টি হ্যান্ডবল প্রতিযোগী দল অংশ গ্রহন করেছে । গ্রুপ পর্বে ১ম খেলায় সুবলং উচ্চ বিদ্যালয় বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়কে ৩ - ০ গোলে পরাজিত করে ২য় ফাইনালে উত্তীর্ন হয়। ফাইনাল খেলায় বিলছড়া উচ্চ বিদ্যালয় সুবলং উচ্চ বিদ্যালয়কে ৬ -০ গোলে পরাজিত করে বিলছড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি ও বরকল উচ্চ বিদ্যালয় রানার্স-আপ ট্রফি পুরস্কার লাভ করেছে।
উল্লেখ্য যে, পরাজিত - অপরাজিত সব অংশগ্রহনকারী প্রতিযোগীদেরকে ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ১ নং সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা প্রধান অতিথির অনুপস্থিতিতে রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বিজয়ী ও বিজিত সকল প্রতিযোগীদেরকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফিসহ পুরস্কার বিতরণ করেছেন সুবলং প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক অনন্ত বিকাশ চাকমা।সুবলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উতংক মনি চাকমা এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ দর্শক সমাগম হয়েছে। বিলছড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আশীষ চাকমা বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির কুমার চাকমা ও বরকল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনেল চাকমা প্রতিযোগীতার রেফারী ও ফলাফল সংগ্রহের দায়িত্ব পালন করেন।