শিরোনাম:
●   কাউখালীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্টাতা বার্ষিকী পালন ●   পানছড়িতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ●   ঘোড়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন ●   বিজিবির অভিযানে অস্ত্র মাদকসহ চার জন আটক ●   তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির বিক্ষোভ ●   সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’র আত্মপ্রকাশ ●   আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন ●   অস্থিতিশীলতা সৃষ্টির সকল উসকানির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে ●   রাউজানে আগুনে ৫ দোকান ভস্মিভূত ●   ঘোড়াঘাটে দৈনিক সকালের বাণীর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   রাঙামাটিতে জাতীয় যুব দিবস পালিত ●   ছেলেকে ফিরে পেতে এক মায়ের আকুতি ●   কাউখালীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য অপহরণ ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত ●   মিরসরাইয়ের বিএনপি নেতা হত্যার মামলায় ছাত্রলীগ নেতা ফিরোজ গ্রেফতার ●   আত্রাইয়ে নবাগত ইউএনও‘র যোগদান ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সড়ক অবরোধ পালিত ●   মিরসরাইয়ের ধুমে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ●   কুষ্টিয়াতে আাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ●   ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-২ ●   নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ●   সবার জন্য ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল নিশ্চিত করতে হবে ●   ঘোড়াঘাটে জমিজমা বিরোধে মা ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা ●   ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত ২ ●   তারল্য সংকটে ন্যাশনাল ব্যাংক, সিলেটের শিবগঞ্জে ক্ষুব্ধ গ্রাহকদের তালা ●   খাগড়াছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা : অবরোধের ডাক ●   বারইয়ারহাট থেকে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানেরও সংস্কার জরুরী ●   তিন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজে বন্ধ্যাত্ব বিরাজ করছে ●   রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ বিষয়ক সেমিনার
রাঙামাটি, রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » গুইমারাতে ফসলি জমির মাটি কাটায় স্ক্যাভেটর ও ট্রাক জব্দ : লক্ষ টাকা জরিমানাসহ আটক-২
প্রথম পাতা » অপরাধ » গুইমারাতে ফসলি জমির মাটি কাটায় স্ক্যাভেটর ও ট্রাক জব্দ : লক্ষ টাকা জরিমানাসহ আটক-২
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুইমারাতে ফসলি জমির মাটি কাটায় স্ক্যাভেটর ও ট্রাক জব্দ : লক্ষ টাকা জরিমানাসহ আটক-২

---খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কৃষকদের অভাবের সুযোগ নিয়ে ফসলি জমির উর্বরা অংশ (টপ সয়েল) মাটি কেটে নিয়ে যাচ্ছেন ইটভাটার মালিকেরা। মাঠ থেকে আমন ধান ওঠার পরপরই ফসলি জমির টপ সয়েল বিক্রি শুরু হয়েছে। আর এ মাটি স্কাভেটর দিয়ে কেটে ড্রাম ট্রাকে করে যাচ্ছে পাশের ইটভাটায়। এমন খবর পেয়ে  আজ মঙ্গলবার বিকাল ৫টার দিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় জমির টপ সয়ের কেটে ইটভাটায় নেয়ার সময় অভিযান চালিয়ে একটি স্কাভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করেছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (অ. দা) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ। এসময় স্কাভেটর চালক মো. রুবেল ও ট্রাক চালক মো. ওমর ফারুককে আটক করে।
পরে ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ (১) (ক) ধারার বিধান মোতাবেক এক লক্ষ টাকা জরিমনা ও অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।
এ ব্যাপারে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (অ. দা) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ বলেন, জমির উপরিভাগ থেকে (টপ সয়েল) মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছি। এসময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কাবেটর ও একটি ট্রাক জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয় বলেও জানান তিনি।
অভিযান পরিচালনাকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল ও খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


মানিকছড়িতে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টূর্নামেন্ট সম্পন্ন

খাগড়াছড়ি :: মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত‘ শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টূর্নামেন্ট এর ফাইনাল ৩০ এপ্রিল মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় ‘মানিকছড়ি একতা যুব সংঘ’কে ১২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ‘যোগ্যাছোলা তরুণ সংঘ’। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির চেয়ারম্যান কংজরী চৌধুরী।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এম. এ জব্বার, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ রশীদ, জেলা আ’লীগ ছাত্র ও মানব বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম মাসুদ, যুবলীগ নেতা সামায়ুন ফরাজী সামু, মো. জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ প্রমুখ। টুর্ণামেন্টের সেরা খেলোয়ার ও সেরা বোলার নির্বাচিত হন ‘যোগ্যাছোলা তরুণ সংঘ’র মো. হাসান এবং একই সাথে ম্যান অব দ্যান ম্যাচও নির্বাচিত হন তিনি। সেরা ব্যাট্ ম্যান নির্বাচিত হন ‘নবজাগরণ’র মো. ওবায়েদ। খেলোয়াড়দের হাতে ট্রফি, ম্যাডেল ও প্রাইজ মানি ( চ্যাম্পিয়ন-২০ হাজার, রানার আপ-১০ হাজার টাকা) তুলে দেন অতিথিরা।
খেলায় টসে জিতে ‘যোগ্যাছোলা তরুণ সংঘ’ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান করেন। জবাবে ‘একতা যুব সংঘ’ ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সক্ষম হন।

জমকালো আয়োজনে মানিকছড়িতে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ
খাগড়াছড়ি :: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেও বরণ এবং বিগত উপজেলা পরিষদেও বিদায়ী চেয়ারম্যানদের বিদায় উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা পরিষদ ও প্রশাসন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা টাউন হলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শুভাশীষ বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার তামান্না মাহমুদ। প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিথি ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,পিএসসি,জি, জেলা পরিষদে সদস্য এম. এ. জব্বার, জোন উপ-অধিনায়ক মেজর মো. তৌহিদ সালাহ উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুক মো.শহিদুল ইসলাম মোহন, ক্যজয়রী মহাজন,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, সাব জোন কমান্ডার আকিব,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের বিশিষ্ট ব্যবসায়ী এস এম রবিউল আলম ফারুক, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মো.মাঈন উদ্দিন, ছাত্রলীগ সভাপতি মো.আলমগীর হোসেন,যুব লীগ নেতা সামায়ুউন ফরাজী সামু ও মো.জাহাঙ্গীর আলম প্রমূখ।
এ সময় অতিথিরা নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো.জয়নাল আবেদিন, ভাইস চেয়ারম্যান মো.তাজুল ইসলাম বাবুল ও ডলি চৌধুরাণীকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। আর বিদায়ী চেয়ারম্যান ম্রাগ্য মারমা,ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তারকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংর্বধনা দেন। এছাড়াও এ সময় বিগত প্রথম-তৃতীয় উপজেলা পরিষদ চেয়ারম্যানদেরও ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,পিএসসি,জি বলেন, অনুষ্ঠান শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ করার সময় আমরা সবাই যেমন নিরবতা বজায় রেখেছিলাম। ঠিক তেমনি সবাই যেন সারা বছর শান্তিতে থাকতে পারি। শান্তির বাতাস আপনাদের মাঝে ছড়িয়ে পড়ুক। র্দূবৃত্তরা যেন আপনাদের ক্ষতি করতে না পারে সেজন্যে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।
পরে উপজেলা অফিসার্স ক্লাবে অতিথিসহ প্রায় ৫শতাধিক ব্যক্তিবর্গ ও দলীয় নেতা-কর্মীরা দুপুরের খাবারে মিলিত হন।
খাগড়াছড়িতে চাকমা ভাষা স্কুল উদ্বোধন
খাগড়াছড়ি :: খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে দূর্গম জনপদ শুকনাছড়ি গ্রামে চাকমা ভাষা শিক্ষা স্কুল উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শুকনাছড়ি গ্রামে এই স্কুল উদ্ভোধন করা হয়।
কানাডা প্রবাসী প্রজ্ঞা তাপস চাকমার অর্থায়নে বৌদ্ধ যুব ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় এই স্কুলটি প্রতিষ্ঠা হয়। প্রজ্ঞা তাপস চাকমার স্ত্রী রূপা চাকমা এই বিদ্যালয়ের কার্যক্রম উদ্ভেধন করেন। এই সময় আরো বক্তব্য রাখেন চাকমা ভাষা লেখক ইনজেপ চাকমা,কেবি দেবাশীষ,বৌদ্ধ যুব ঐক্য পরিষদে সভাপতি অরেন্স চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুকনাছড়ি গ্রামের গ্রাম প্রধান পূর্ন সাধন চাকমা।
এই বিদ্যালয়ের ছোট বাচ্ছাদের পাশাপাশি বড়রা চাকমা বর্নমালা গুলো শিখতে পারবে।
রূপা চাকমা জানান তাদের স্বামী স্ত্রী উদ্যোগে বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সহযোগিতায় এই চাকমা ভাষা শেখার স্কুল স্থাপিত হলো। তাদের ইচ্ছা তারা আরো চাকমা ভাষা শেখার একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠা করার। দুর্গম এলাকায় যেখানে পর্যাপ্ত সরকারী সুযোগ-সুবিধা নেই সেই এলাকা তারা এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। তিনি আরো জানান শুকনাছড়ি গ্রামে একটি হোস্টেল ও একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করার ইচ্ছা পোষন করেন কানাডা প্রবাসী প্রজ্ঞা তাপস চাকমার স্ত্রী রূপা চাকমা। এ সময় শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন বক্স,খাতা কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরন করে বৌদ্ধ যুক ঐক্য পরিষদের সদস্যরা।
অনুষ্ঠানে বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সদস্যরাসহ শুকনাছড়ি গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

সন্ত্রাসীদের কোন প্রকান ছাড় নয় : লে: কর্ণেল নওরোজ
খাগড়াছড়ি :: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে ধর্ম, বর্ণ, জাতি-গোষ্ঠি নির্বিশেষে সকলে সহাবস্থান বজায় রেখে বসবাস করছে মন্ত্যব্য করে ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা অধিনায়ক লে: কর্ণেল নওরোজ নিকোশিয়ার বলেছেন, যারা বহি:বিশ্বে দেশের সুনাম ক্ষুন্ন করতে দেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। সকালে জোন সদরে অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা সম্মেলন ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বলেন, পাহাড় নিয়ে একটি আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের কঠোর হাতে দমন করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র শামছুল হক, ২২আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মো. সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার খায়রুল আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরাসহ জোনের দায়িত্বপূর্ন এলাকার বিভিন্ন পাড়া মহল্লার হেডম্যান-কারবারী, ইমাম, ভান্তে, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)