বৃহস্পতিবার ● ২ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে কাঠবোঝাই ট্রাক উল্টে আহত-১৩
বান্দরবানে কাঠবোঝাই ট্রাক উল্টে আহত-১৩
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের ফারুক পাড়ার শৈলপ্রপাত পর্যটন এলাকায় একটি কাঠবোঝাই ট্রাক উল্টে ১৩ জন আহত হয়েছে। গতকাল বুধবার ( ১ মে) সন্ধ্যা ৮ টার সময় বান্দরবান চিম্বুক সড়কের শৈলপ্রপাত পর্যটন এলাকার একটি ব্রিজের পাশে কাঠ বোঝাই ট্রাকটি পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা সবাই বান্দরবানের কাঠ শ্রমিক। তারা হলেন, শরিক (২৫), শাহাজাহান (৫০), সাহাবউদ্দিন (৩৫), কবির হোসেন (২৩), মমিন মৃধা (৩৫), রতন মল্লিক (৫০), একিনু মারমা (৩৫), আলী (৩০), ইমান হোসেন (৩৫), বাহাদুর (৩৪), আলী (২৭), রুহুল আমিন (২৬), নুরুল ইসলাম (৩৪)।
বান্দারবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানান, বান্দরবান শহরের অদূরে শৈল প্রপাত পর্যটন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পাহাড়ি নদীতে পড়ে গিয়ে 13 জনের মতো আহত হয়েছে। খবর পেয়ে তারা দ্রুত দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, সন্ধ্যা ৮ টার সময় শৈলপ্রপাত পর্যটন কেন্দ্রের পাশে একটি ঝিরিতে কাঠ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন তাদের উদ্ধার করে বান্দারবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবানে মে দিবসে স্বেচ্ছাসেবকলীগ নেতাদের হামলায় ৪ শ্রমিক আহত
বান্দরবান প্রতিনিধি :: মহান মে দিবসে বান্দরবানে শ্রমিকদের উপর স্বেচ্ছাসেবক লীগের নেতার হামলায় ঠিকাদারসহ চার শ্রমিক আহত হয়েছে। বুধবার (১ মেয়ে) সন্ধ্যায় বান্দরবানের জেলা প্রশাসক পরিচালিত নীলাচল সড়কে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন- নির্মাণ কাজের সাব-ঠিকাদার আবুল কাশেম (৪৫), মফিজুর রহমান (২৫), আবু সালাম (২৩), মোহাম্মদ মিজান (২৫)।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, বান্দরবানের জেলা প্রশাসন পরিচালিত পর্যটন স্পট নীলাচল সড়কে নির্মাণাধীন সড়কের উপর দিয়ে বাইক চালিয়ে যাবার সময় স্বেচ্ছাসেবকলীগের নেতাকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে বলেন শ্রমিকেরা। এসময় শ্রমিকদের সঙ্গে স্বেচ্ছাসেবকলীগের নেতার বাকবিতন্ডার এক পর্যায়ে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন ফাহিমের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা শ্রমিকদের বেধড়ক মারধর করেন। এ ঘটনায় নির্মাণ কাজের সাব-ঠিকাদার আবুল কাশেমসহ ৪ জন আহত হন।
খবর পেয়ে পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
এদিকে, আহতদের মধ্যে গুরুত্বর আহত সাব ঠিকাদারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়েছে।
শ্রমিক মাহাবুব, আমির হোসেন বলেন, স্বেচ্ছাসেবকলীগের নেতা পরিচয়ে কয়েকজন কাজ চলমান অবস্থায় ভিটুমিনের উপরে মোটরসাইকেল উঠিয়ে দেন। বাধা দেয়ায় শ্রমিকদের চাঁদা দে বলে মারধর করেন। ফোন করে ১৫/১৮ জন লোক নিয়ে গিয়ে শ্রমিকদের পেটান।
নির্মান কাজের ঠিকাদারের ছোট ভাই শফিকুর রহমান বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে সে শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবী করে। শ্রমিকরা বাঁধা দেয়ায় মে দিবসের মত দিনে শ্রমিকদের মারধর করেন। এ ঘটনায় মামলা করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের পর্যটন কেন্দ্র নীলাচল সড়কে স্বেচ্ছাসেবকলীগের নেতা ফারুকের নেতৃত্বে শ্রমিকদের মারধর করা হয়েছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো এখনো পর্যন্ত কোন পক্ষের থানায় অভিযোগ পাওয়া যায়নি এবং মামলাও হয়নি