বৃহস্পতিবার ● ২ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন ইমাম আলী
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন ইমাম আলী
বান্দরবান প্রতিনিধি :: দেশের ১০০ তম বান্দরবান বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ. এফ ইমাম আলীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ২ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানাযায়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ আগামী ৪ বছরের জন্য উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দেন।
প্রসঙ্গত, গত ২০১৭ সালের বর্তমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হয়। পরে বান্দরবান শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশন ৭৫ শতাংশ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ২৫ শতাংশ হিসেবে জমি ক্রয় করে অস্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করেন।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ড. এ. এফ ইমাম আলী বলেন, বান্দরবান বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের চিঠি বৃহস্পতিবার (২ মে) আমার হাতে আসার পর আমি নিশ্চিত হয়েছি।