শনিবার ● ৪ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ডব্লিউএফবি’র নগদ অর্থ বিতরণ
আলীকদমে ডব্লিউএফবি’র নগদ অর্থ বিতরণ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: প্রত্যেক ব্যক্তিকেই নিজের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। কারো উপর নির্ভরশীল হওয়া যাবেনা। যার যার যোগ্যতা অনুযায়ী শ্রম দিয়ে নিজের ভাগ্যের উন্নয়ন ও সন্তানদের ভবিষ্যৎ গড়তে হবে। আজ যারা সরকারী ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন এনজিওদের মাধ্যমে সহযোগীতা নিচ্ছেন পরবর্তী বছরের তালিকায় যাতে তাদের নাম না থাকে। তারা সেই সহেেযাগীতার অর্থকে যথাযথ ব্যয় করে অর্থনৈতিক নির্ভরশীলতা আনতে হবে। আলীকদম গ্রাউস বাস্তবায়িত বিশ্ব খাদ্য কর্মসূচী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে নগদ ১৭ হাজার ১ শত টাকা করে এক হাজার পরিবারকে প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আজ শনিবার আলীকদম টাউন হলে অনুষ্ঠিত আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল এর সভাপতিত্বে এবং গ্রাউসের আলীকদম উপজেলা কো-অর্ডিনেটর দীপু তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোবাশে্বর, বিশব খাদ্য কর্মসূচীর বাংলাদেশ প্রতিনিধি রিচার্ড রিগ্যান, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসান, বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, ফাতেমা পারুল ও থিং থিং মে মারমা প্রমূখ।
গ্রাউস কার্যালয় সূত্র জানায়, তালিকাভূক্ত এক হাজার পরিবারকে প্রতি মাসে ১ হাজার পঞ্চাশ টাকা হারে ২ বছর প্রদান করা হবে এবং এককালীন নগদ ১৭ হাজার ১ শত টাকা হারে প্রদান করা হবে। এছাড়াও তালিকাভূক্তদেরকে আমরা ১৬ বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করেছি। যাতে তারা যে কোন একটি বিষয়ের উপর কাজ করে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারে। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিকেল ৪ টাক ৩০ মিনিটে মন্ত্রী আলীকদম উপজেলায় আন্তঃ উপজেলা ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪ টাক ৩০ মিনিটে আলীকদম সরকরী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রধমার্ধে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আলীকদম ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত খেলায় ধারাবাস্যকার হিসেবে খেলার শাবলীল বর্ণনা করেন সাংবাদিক জসিম উদ্দিন।
এর আগে উপজেলার ১৫ টি দলের অংশগ্রহণে আলীকদম আন্তঃ উপজেলা ফুটবল টূর্ণামেন্টের বিভিন্ন পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে এএফসি বাবু পাড়া ও ছাবের মিয়া পাড়া একাদশ। ৭০ মিনিট খেলা শেষে খেলার ফলাফল না হওয়ায় খেলাটি ট্রাইবেকারের গড়ায়। ট্রাইবেকারের মাধ্যমে ছাবের মিয়া পাড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব নিশ্চিত করে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ৫৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মিজানুর রহমান, আলীকদম জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ.এস.এম ফখরুল ইসলাম চৌধুরী, পিএসসি।