বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাবার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যজোট
২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাবার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যজোট
অনলাইন ডেস্ক ::২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাবার ঘোষণা দিয়েছে শরীক দল ইসলামী ঐক্যজোট।
দলীয় সম্মেলন শেষে এই ঘোষণা দলটির চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।
সম্মেলনে ২০ দলীয় জোটে থাকা না থাকা নিয়ে বিস্তারিত আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
এখন তারা স্বতন্ত্রভাবে একটি ইসলামী প্লাটফর্ম গড়ে তুলবেন বলে জানিয়েছেন।
তবে বিএনপির পক্ষ থেকে অনেকদিন ধরেই অভিযোগ করা হচ্ছিল, তাদের ২০ দলীয় জোট ভাঙ্গার জন্য সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে।
গত ৫ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে ২০ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীদের দেখা যায়নি।
১৯৯৯ সালের নির্বাচনের আগে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (একাংশ) এবং ইসলামী ঐক্যজোট মিলিত হয়ে চার দলীয় ঐক্য জোট গঠন করে।
পরবর্তীতে আরো কয়েকটি দল সঙ্গে নিয়ে ২০ দলীয় জোট গঠন করা হয়।
এর মধ্যে ইসলামী ঐক্যজোট বিভক্ত হয়ে গেলেও, একটি অংশ সবসময়েই বিএনপির সঙ্গে জোটে ছিল।