বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » আন্তরিকতার অভাবেই শিক্ষার মানের অবনতি: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
আন্তরিকতার অভাবেই শিক্ষার মানের অবনতি: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিকতার অভাবেই দেশে শিক্ষার মানের অবনতি ঘটেছে৷ আন্তরিকতা বিহীন শিক্ষা শিক্ষার্থীদের কোনো উপকারে আসে না৷ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট (টিটিটিআই) বেকার ও অদক্ষদের কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রের ঊপযোগী করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে৷
৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে গাজীপুরস্থ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী লি: (বিএমটিএফ) এ ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট (টিটিটিআই) কেন্দ্রে জুলাই-ডিসেম্বর ২০১৫ সেশনের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
আত্মকর্মসংস্থানের লক্ষে বিভিন্ন কারিগরি ট্রেড ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত (টিটিটিআই) ২০০৯ সালে কল্যাণকর ও সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে যাত্রা শুরু করে৷
মন্ত্রী বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে কারিগরি জ্ঞান সম্পূর্ণ দক্ষ জনশক্তি তৈরী ও বিভিন্ন দেশে কম খরচে প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি করতে টিটিটিআই গড়ে তুলেছে ট্রাস্ট ট্র্যাভেল রিক্রুটিং এজেন্সি ( টোরা )৷
প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে যোগাযোগ করে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও বাজার সমপ্রসারণে প্রশিক্ষিত কর্মীদের চাহিদা সৃষ্টি করছে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনং ইনষ্টিটিউট (টিটিটিআই)৷
পরে মন্ত্রী প্রশিক্ষণার্থীদেরকে সনদ ও পুরষ্কার হাতে তুলে দেন৷
প্রকল্পের আওতায় প্রতি ব্যাচে ৬৯৩ জন প্রশিক্ষনার্থীর প্রত্যেককে বিনা খরচে প্রশিক্ষণ ও প্রতি মাসে ৭০০ টাকা বৃত্তি প্রদান করা হয়৷ এছাড়াও প্রশিক্ষণ শেষে শিক্ষার্থদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে৷
প্রশিক্ষণ কার্যক্রম ট্রাষ্ট ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত হয় এবং আত্মকর্মসংস্থানে ঋণ প্রদান করে৷
প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেঃ কর্ণেল (অবঃ) মোঃ আছয়াদুর রহমান খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট (টিটিটিআই) এর পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মোঃ মাহফুজুর রহমান সহ সামরিক ও বেসামরিক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
এই প্রতিষ্ঠানটি অর্থ নয় বরং দারিদ্র বিমোচনের লক্ষ্যে কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি করে কর্মক্ষেত্রে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে৷