সোমবার ● ৬ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে জালনোট ব্যবসায়ী চক্রের নারী সদস্য আটক
বান্দরবানে জালনোট ব্যবসায়ী চক্রের নারী সদস্য আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে জাল ১ হাজার টাকার জাল নোটসহ ১ নারীকে আটক করেছে সদর থানা পুলিশ। গত ৫ মে রবিবার রাতে বান্দরবান পৌসভার ৮ নং ওয়ার্ডের হাফেজঘোনা এলাকার গাজীর দোকান থেকে এই জাল নোট ব্যাবসায়ী নারীকে আটক করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী জাল নোট ব্যবসায়ী বলে স্বীকার করেন। আটককৃত নারী শহরের লাঙ্গী পাড়া ৯নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর মেয়ে। তার স্বামীর নাম সাদ্দাম হোসেন। জিজ্ঞাসাবাদে ওই নারী জাল নোট চক্রের সাথে জড়িতবলে স্বীকার করেন।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই নারীকে আটক করা হয়। পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতরকে সামনে রেখে একটি জাল নোট চক্র সক্রিয় হয়েছে। জাল নোট চক্রের বিরুদ্ধে বান্দরবান সদর থানার বিশেষ টিমের অভিযান অব্যাহত থাকবে এবং মামলা রুজু করা হয়েছে।
মিয়ানমারে উৎপত্তিকৃত মৃদ ভূমিকম্পে ফের কেপেঁ উঠল বান্দরবানসহ পার্বত্য অঞ্চল
বান্দরবান প্রতিনিধি :: ফের মিয়ানমারে উৎপত্তিকৃত ভূমিকম্প বান্দরবানসহ পুরো পার্বত্য অঞ্চলে ও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল কেঁপে উঠেছে ৪.৭ মাত্রার মৃদু ভূমিকম্পে।এই ভূমিকম্প আরো অনুভূত হয়েছে ভারত ও মিয়ানমারের বিভিন্ন অঞ্চল। সোমবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
নির্বর যোগ্য সূত্রে জানাযায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭ মাত্রার। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভূখন্ডে সমতলের ৫২.৭ কিলোমিটার গভীরে। বান্দরবান পার্বত্য জেলা শহর এবং আশেপাশের উপজেলা গুলোতে একই সময়ে এই মৃদু ভ’মিকম্প অনুভ’ত হয়েছে। ফলে শত শত মানুষ অজানা শংকায় পতিত হয়।
কয়েক সেকেন্ড স্থায়ী এ ভ’মিকম্পের সময় পাকা দালানগুলো কেপেঁ ওঠে এবং জন-মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে পড়েন। ভ’মিকম্পের সময় পুকুর ও খালের পানি কয়েকফুট উঁচুতে লাফ দেয়। বান্দরবান জেলা শহর ছাড়াও আশেপাশের উপজেলাগুলোতেও একই সময়ে মৃদু ভ’মিকম্প অনুভুত হয়। গত এপ্রিল মাসে ১ বারসহ এই মাসে ২য় বারের মত এই মৃদু ভ’মিকম্প অনুভুত হয়।