বুধবার ● ৮ মে ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত
চাটমোহরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে ৮মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার রেলবাজার মানবসেবা উন্নয়ন সংস্থার কার্যালয়ে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
চাটমোহর পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. গোলাম রহমানের সভাপতিত্বে ও মানবসেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এমএস আলম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।
আলোচনা সভায় বক্তারা বলেন, থ্যালাসেমিয়া এমন একটি রোগ যেটা ভাল হওয়ার সম্ভাবনা খুবই কম। স্বাভাবিক ভাবে এই রোগে আক্রান্ত শিশুরা সর্বচ্চ ত্রিশ বছর পর্যন্ত বাঁচতে পারে। আর এতোগুলো বছর শিশুকে বাঁচিয়ে রাখতে হলে অন্যের রক্ত শরীরে নিয়ে বেঁচে থাকতে হয়। জটিল থ্যালাসেমিয়া রোগীকে বছরে ৪/৭ বার রক্ত দিতে হয়। প্রত্যেক সচেতন মানুষের উচিৎ এসকল অসহায় থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দান করে বাঁচতে সহায়তা করা। একটি থ্যালাসেমিয়া রোগী পুরো পরিবারের কান্না। আর্থিক ভাবে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়ে সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগীতা করা।
এসময় অন্যান্যদের মাঝে সেখানে উপস্থিত ছিলেন, আলহাজ¦ খলিলুর রহমান, আলহাজ্ব আব্দুল মমিন, আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম, আব্দুল মান্নান মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলার বিভিন্ন এলাকা থেকে আগত থ্যালাসেমিয়া রোগীর স্বজনরা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।