শিরোনাম:
●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা ●   কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা ●   তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ●   লংগদু এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন ●   ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব ●   হালদা থেকে বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার ●   খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত-২০ ●   পানছড়িতে লোগাং জোন এর অনুদান সামগ্রী প্রদান ●   আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ ●   চুয়েটে স্থাপত্য বিভাগের ১ম জাতীয় কনফারেন্স শুরু ●   বিজিবির অভিযানে খাগড়াছড়িতে ১২ অনুপ্রবেশকারী আটক ●   ঈশ্বরগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত ●   কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা ●   রাউজানে বিকাশ প্রতারকের ফাঁদে নারী উদ্যোক্তা তানিয়া ●   যোবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ইজতেমা মাঠ : নিহত ৩ ●   মিরসরাইয়ে মধ্য তালবাড়ীয়া স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন ●   জিয়া কিংবা শেখ মুজিব নয়; জনগণই মুক্তিযুদ্ধের মূল নায়ক : টিপু ●   নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের প্রাণহানি ●   জাতীয় ঐকমত্য কমিশন এর নেতৃত্বে থাকবেন ড. ইউনূস ও আলী রীয়াজ ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে বিজয় দিবস উদযাপন
রাঙামাটি, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ মে ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » গ্রেফতারের ৪৫ ঘন্টাপর আসামী আদালতে হাজির না করায় রাজাপুর থানার ওসি’কে শোকজ
প্রথম পাতা » ঝালকাঠি » গ্রেফতারের ৪৫ ঘন্টাপর আসামী আদালতে হাজির না করায় রাজাপুর থানার ওসি’কে শোকজ
বুধবার ● ৮ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রেফতারের ৪৫ ঘন্টাপর আসামী আদালতে হাজির না করায় রাজাপুর থানার ওসি’কে শোকজ

---ঝালকাঠি প্রতিনিধি :: গ্রেফতারকৃত আসামীকে ৪৫ ঘন্টা পর আদালতে সোপর্দ এবং সিসি ও এম.সিসি আদালতে জমা না দেওয়ায় রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন, র‌্যাব ৮ এর ডিএডি আনোয়ারুল ইসলাম, রাজাপুর থানার এসআই ফিরোজ আলমকে শোকজ এবং ভৎসনা করেছেন ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ আনিছুজ্জামান। শোকজের প্রেক্ষিতে গত গতকাল মঙ্গলবার উল্লিখিত তিনজন আদালতে হাজির হলে আদালত তাদের কাছে রাজাপুর থানার জিআর ৭৯/১৯ মামলার বিভিন্ন ত্রুটি সম্পর্কে জানতে চান তিনজনই আদালতে সঠিক ব্যখ্যা দিতে না পাড়ায় আদালত তাদের ভৎসনা করেন এবং আগামী ২৯ মে পুনরায় আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলেন। মামলা সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল বিকাল সাড়ে পাচঁটায় বরিশাল র‌্যাব ৮ এর ডিএডি মো. আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি টহল টিম রাজাপুর মেডিকেল মোড় এলাকা থেকে ১৩১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আতিকুল ইসলাম বাবু নামে এক যুবককে আটক করেন। আটকের ২০ ঘন্টা পর ৯ এপ্রিল দুপুর ১.৩০ মিনিটে ডিএডি আনোয়ারুল ইসলাম রাজাপুর থানায় নয় জনের নামে একটি এজাহার দায়ের করেন এবং আসামী আতিকুল ইসলামকে থানা পুলিশে হস্তান্তর করেন। কিন্তু আটকের পর ২০ ঘন্টা আসামী কোথায় ছিল সে বিষয়ে এজাহারে কোন ব্যাখ্যা ছিল না। রাজাপুর থানার ওসি এজাহার গ্রহণ করে এস.আই ফিরোজ আলমকে মামলার তদন্তের দায়িত্ব দেন। এস.আই ফিরোজ আলম মামলা দায়েরের ২৫ ঘন্টা পর গত ১০ এপ্রিল বিকাল তিনটায় আসামী আতিকুল ইসলামকে আদলতে হাজির করে ৫দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানির সময় আসামী পক্ষের আইনজীবী মানিক আচার্য্য গ্রেফতারের ৪৫ ঘন্টা পর আসামীকে আদালতে হাজির এবং আসামীকে রাজাপুর মেডিকেল মোড় থেকে গ্রেফতার করা হলেও রাজাপুর থানায় সোপর্দ বা অবহিত না করে আসামীকে বে-আইনিভাবে অজ্ঞাতস্থানে ২০ ঘন্টা রাখার বিষয়টি আদালতের নজরে আনেন। আদালত এফআইআর, ফরোয়ার্ডিং, জব্দতালিকা, রিমান্ড আবেদন পর্যালোচনা করে রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন, ডিএডি আনোয়ারুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা মো. ফিরোজ আলমকে ৭ মে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দেন। গতকাল ৭মে ওই তিনজন আদালতে হাজির হলে বিচারক শেখ আনিছুজ্জামান এজাহারে নানা অসংগতির বিষয়ে প্রশ্ন করে বলেন, ইতিপূর্বে পুলিশ ম্যাজিস্ট্রেসি সভায় বারবার মামলার সাথে সিসি, এমসিসি এবং জিডির কপি দেয়ার জন্য অনুরোধ করা হলেও আপনারা তার কোন গুরুত্ব দেন না। বাংলাদেশের সংবিধানের ৩৩ অনুচ্ছেদ, ফৌজদারী কার্যবিধি এবং পিআরবি অনুযায়ী একজন গ্রেফতারকৃত ব্যাক্তিকে অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে কিন্তু আপনারা তা মানছেন না। এক থানা থেকে আসামী গ্রেফতার করে সেই থানাকে না জানিয়ে অন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে ? এজাহারে সিসির বিষয়ে বলা হলেও তার কপি জমা দেওয়া হচ্ছে না। শুনানির এক পর্যায় তিনজনই আদালতে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত আগামী ২৯ মে অধিকতর শুনানির জন্য তারিখ ধার্য্য করে ধার্য্য তারিখে তিনজনকেই প্রয়োজনীয় কাগজপত্রসহ আদালতে হাজির থাকতে আদেশ দেন।

রাজাপুর থানার এ.এস.আইর বিরুদ্ধে এফআইআর আদেশের বিরুদ্ধে জজ আদালতে রিভিশন আদেশ স্থগিত

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুর থানা অভ্যন্তরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগে এ.এসআই আবুল কালামের বিরুদ্ধে এফআইআর এর আদেশ স্থগিত করেছে জেলা ও দায়রা জজ আদালত।  আজ বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গত ২ মের এফআইআর আদেশের বিরুদ্ধে ঝালকাঠি পুলিশ সুপারের পক্ষে রিভিশন দায়ের করেন জেলা পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল। ফৌজদারী রিভিশন নং ৭৪/১৯। জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান ফৌজদারী কার্য্যবিধির ৪৩৫, ৪৩৯ (ক) ধারায় দায়েরকৃত রিভিশন গ্রহণ করে গত ০২/০৫/২০১৯ তারিখের রাজাপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ আনিছুজ্জামান এর আদেশ স্থগিত করে আগামী ২৩ মে আইন ও নজিরসহ বিস্তারিত শুনানির জন্য তারিখ ধার্য্য করেন। পিপি আব্দুল মান্নান রসুলের পক্ষে শুনানি করেন এ্যাড. মনজুর হোসেন।
রিভিশন সূত্রে জানা যায়, রাবেয়া খাতুন নামের দাখিল সপ্তম শ্রেণির ছাত্রীর বাড়ি রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামে। তার বাবা কাসেম হাওলাদার একজন মৎস্যজীবী মা আম্বিয়া বেগম গৃহিনী। গত ১৭ মার্চ বিকালে আম্বিয়া বেগমকে মারধর করে তার লাগানো বিভিন্ন ফলের গাছ কেটে নিয়ে যায় পাশ্ববর্তী নুরুজ্জামান বেপারী গং। এ ব্যাপারে গত ১৮ মার্চ কিশোরীর মা আম্বিয়া বেগম রাজাপুর থানায় মামলা দায়ের করতে গেলে এ.এস.আই আবুল কালাম তাকে ওসির সাথে দেখা করতে বাধা প্রদান করে বলেন, কাগজপত্র আর পাচঁ হাজার টাকা আমার কাছে রেখে যান যা করার সব আমি করে দেব। আম্বিয়া বেগম টাকা দিয়ে বাড়ি চলে যান। ঘটনার তিন চারদিন পার হলেও কোন মামলা না হওয়ায় আম্বিয়া বেগম এ.এস.আই আবুল কালামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে এ.এস.আই আবুল কালাম বলেন, আরও পাঁচ হাজার টাকা দিতে হবে। দুইতিনদিন পর আম্বিয়া বেগম রাজাপুর থানার সামনে এসে আরও পাচ হাজার টাকা প্রদান করেন। দুই দফায় টাকা লেনদেনের কথোপকথনের বিষয়টি মোবাইল ফোনে রেকর্ড করে রাখে কিশোরী রাবেয়া খাতুন। এ.এস.আই আবুল কালাম দশ হাজা টাকা নিলেও রাজাপুর থানায় মামলা রেকর্ড না করিয়ে একটি জিডি করেন এবং জিডি তদন্তের অনুমতি চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। জিডির বিষয়ে আম্বিয়া বেগমকে তলব করে আদালত। গত ৭ এপ্রিল আম্বিয়া বেগম আদালতে হাজির হয়ে বিস্তারিত ঘটনা খুলে বলেন আদালতকে। পরের দিন একই আদালতে গাছ কেটে নেয়া ও মারধরের বিষয়ে আদালতে একটি সিআর মামলা দায়ের করেন আম্বিয়া বেগম। আদালতের বিচারক সিআর মামলাটি রাজাপুর থানায় এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেন। ১৬ এপ্রিল এ বিষয়ে রাজাপুর থানায় এফআইআর রেকর্ড হয়। এতে ্আম্বিয়া বেগমের ওপর ক্ষিপ্ত হন আবুল কালাম।
বিষয়টি জানতে পেরে গত ২৪ এপ্রিল মা বাবাসহ কিশোরীকে রাজাপুর থানায় ডেকে এনে বকশির কক্ষে নিয়ে তার মায়ের সামনে মারধরে করে এ.এস.আই আবুল কালাম ও এক নারী কনেস্টবল। টানা হ্যাচরার সময় রাবেয়া খাতুনের ডান পা মচকে যায়। মারধরের পর কিশোরীর মোবাইল থেকে মেমোরি কার্ড জোড় পূর্বক ছিনিয়ে নেয় আবুল কালাম এবং বলে তোর এতবড় সাহস পুলিশের কথা রেকর্ড করে রাখ। নানা অশ্লীল গালিগালাজ করে প্রায় দেড় ঘন্টা থানায় আটকে রাখার পর বহু অনুনয় বিনয়ের পর হাসপাতালে না যাওয়ার শর্তে কিশোরীকে ছেড়ে দেয় আবুল কালাম। পুটিয়াখালী বাজারের অসুধের দোকান থেকে অসুধ কিনে খাওয়ানোর পরও সে সুস্থ্য না হওয়ায় গত ২৭ এপ্রিল রাবেয়াকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। এ ব্যাপারে কিশোরীর মা আম্বিয়া খাতুন ঝালকাঠির রাজাপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৯২/১৯ (রাজা) মামলা দায়ের করলে আদালতের বিচারক শেখ আনিছুজ্জামান রাজাপুর থানার ওসিকে মামলাটি এফআইর হিসেবে রেকর্ড করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পাঠানোর নির্দেশ দেন। আম্বিয়া বেগমের পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. আক্কাস সিকদার। এফআইআর এর আদেশ গত ৫ মে রাজপুর থানায় পৌছলেও রাজাপুর থানার ওসি এফআইআর হিসেবে রেকড করেন নি। এদিকে রাজাপুর ও কাঠালিয়া আমলি আদালতের দায়িত্ব থেকে শেখ আনিছুজ্জামানকে সরিয়ে দেয়া হয়েছে। ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম এক অফিস আদেশে রাজাপুরের আমলী আদালতের দায়িত্ব দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তারেক শামসকে এবং কাঠালিয়া আমলি আদালতের দায়িত্ব দিয়েছেন বেগম রুবাইয়া আমেনাকে। রিভিশন দায়েরকারী পিপি আব্দুল মান্নান রসুল বলেন, একজন অন ডিউটি পুলিশ অফিসারের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এফআইআর দায়ের আদেশও দিতে পারে না এবং অপরাধ আমলে নিতে পারেন না। ম্যাজিস্টেটের আদেশ বে-আইনি তাই আমি পুলিশ সুপারের পক্ষে রিভিশন দায়ের করেছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)