বুধবার ● ৮ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে অস্ত্রধারীদের গুলিতে পিসিজেএসএস কর্মী নিহত
বান্দরবানে অস্ত্রধারীদের গুলিতে পিসিজেএসএস কর্মী নিহত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের সদর উপজেলার রাজবিলা এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) এর ১কর্মী নিহত হয়েছে। এঘটনায় সন্ত্রাসীরা (পিসিজেএসএস) এর ১ কর্মীকেও অপহরণ করে নিয়েগেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৭ মে) রাত ১১ টার সময় বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইং খালী এলাকায় এঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বিনয় তঞ্চঙ্গ্যা (৩৫)। তার বাড়ি রাঙামাটি জেলায় ও তাইং খালী বাজারে মুদির ব্যবসার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস) এর কর্মী ছিলেন। এঘটনায় অপহৃত ব্যক্তি পুরাধন তঞ্চঙ্গ্যা (৩২)। ওই এলাকার ৯নং রাবার বাগানের শৈলতন পাড়া থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে সদর থানা থেকে একদল পুলিশ ও জেলা সদর হতে সেনাবাহিনীর একটি টিম এলাকায় রওনা দিয়েছে।
স্থানীয়রা জানান, বিনয় তঞ্চঙ্গ্যা রাতে তার দোখান বন্ধকরে তার দাদা শ্বশুড়ের বাসায় ছিল। সেখান থেকে সন্ত্রাসী ডেকে নিয়ে খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে। অন্যদিকে একই সময়ে একই ইউনিয়নের ৯নং রাবার বাগান এলাকায় শৈলতন পাড়ার পুরাধন তঞ্চঙ্গ্যাকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো কেউ বলতে পারছেনা। স্থানিয়রা আরো বলেন, নিহত ও অপহৃত দুজনই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মি এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থী গ্রুপ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যা অং প্রু মারমা বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতি(পিসিজেএসএস)এর কর্মী বিনয় তঞ্চঙ্গ্যা (৩৫) নিহত হয়েছে। এঘটনায় সন্ত্রাসীরা (পিসিজেএসএস) এর আরো কর্মীকেও অপহরণ করে নিয়েগেছে। ঘটনার পর বর্তমানে এলাকার লোকজন আতংকের মধ্যে রয়েছে।
জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি উছোমং মারমা বলেন, হতাহত দুজনই তাদের কর্মী এবং এএলপি (আরাকান লিবারেশন আর্মি) সমর্থিত স্থানীয়ভাবে মগ বাহিনী নামের একটি গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে।
প্রসংঙ্গত, গত ১৪ এপ্রিল তাইংখালী বাজারে সন্ত্রাসীরা অংক্যচিং নামের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক নেতাকে গুলি করলে সে মারাত্মক আহত হয়। হঠাৎ করে বান্দরবানের রাঙামাটি সীমান্ত বর্তী রাজবিলা এলাকাটি উত্তপ্ত হয়ে উঠায় জনসাধারণ মধ্যে আতংক বিরাজ করছে।
বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে এবং বান্দরবান সদর জোন থেকে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে অভিযান পরিচালনা করছেন। বিস্তারিত পরে জানানো হবে।