রবিবার ● ১২ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ » দুই ছাত্রীকে ধর্ষণে গ্রেফতার দুই ধর্ষক
দুই ছাত্রীকে ধর্ষণে গ্রেফতার দুই ধর্ষক
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ কালীগঞ্জে দশম শ্রেনীর এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। শনিবার সকালে হাত পা বাধা অবস্থায় স্থানীয়রা একটি ধান ক্ষেতের মধ্যে থেকে ওই ধর্ষিতা স্কুলছাত্রীকে উদ্ধার করে। ধর্ষক খালকুলা গ্রামের আবদুর রউফের পুত্র আলামীন পলাতক রয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কোলা পেতনিপাড়া গ্রামের মাঠে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। ধর্ষিতা স্কুলছাত্রী মাগুরার শালিখা উপজেলার কোটবাগ দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী। এ ঘটনার পর ধর্ষিতার বাবা ও মা শনিবার দুপুরে মেয়েকে নিয়ে কালীগঞ্জ থানাতে এসে একটি অভিযোগ দায়ের করেছে। এদিকে, আরো এক স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে থানা পুলিশ শনিবার সকালে ২ ধর্ষককে আটক করেছে। আটককৃতরা হলো শহরের বলিদাপাড়া গ্রামের বদর উদ্দিনের পুত্র খায়রুল ও রবিউল ইসলামের পুত্র মোর্তজা বাপ্পী । ধর্ষিতা শহরের আড়পাড়া আয়েশা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। গত মাসের ২৫ তারিখে ধর্ষন ঘটনার ১৫ দিন পর শনিবার সকালে ধর্ষিতার পিতা কালীগঞ্জ থানাতে ৩ জন ধর্ষকের নামে একটি অভিযোগ দায়ের করায় পুলিশ ওই দুইজনকে আটক করে। ধর্ষিতা স্কুল ছাত্রীর পরিবার ও থানা পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার কোলা পেতনিপাড়া গ্রামের স্কুল ছাত্রী শুক্রবার রাতে পাশের বাড়িতে মোবাইলে চার্জার আনতে যায়। শনিবার সকালে গ্রামের মাঠ থেকে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সে কোটভাগ দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। ধর্ষক আল আমিন ঝিনাইদহ কালীগঞ্জের কোলা ইউনিয়নের বৃত্তি পাড়া গ্রামের আবদুর রউফ এর ছেলে। ধর্ষিতার বাবা জানায় শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে বাড়ির পাশে মোবাইল ফোনের চার্জার আনতে যায় তার মেয়ে। সে সময় চার্জার নিয়ে বাড়ি ফিরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকা আল-আমিন ও তার সহযোগীরা তার মেয়েকে জোর করে তুলে নিয়ে রাত ভর ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হাত পা ও মুখ বেঁধে ফেলে রেখে পালিয়ে যায় আল আমিন ও তার সহযোগীরা। শুক্রবার রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায় না। পরদিন সকালে গ্রামের কৃষক মাঠে কাজ করতে গিয়ে দেখতে পাই মেয়েটির হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পরিবার ও গ্রামবাসীর সহযোগীতায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইউনুস আলী জানান খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। রাতের অন্ধকারে লম্পট ধর্ষক খালকুলা গ্রামের আলামীন স্কুলছাত্রীর মুখ চেপে ধরে পাশের্^র একটি ফাকা মাঠের মধ্যে নিয়ে যায়। এরপর রাতভর তাকে ধর্ষন শেষে হাত পা বেধে ফেলে রেখে যায়। সকালে তার পরিবার ও স্থানীয়রা ফাকা মাঠের মধ্যে থেকে তাকে উদ্ধার করে। দুপুরে ধর্ষিতার স্কুলছাত্রীকে নিয়ে তার পিতা কালীগঞ্জ থানায় এসে অভিযোগ দায়ের করেছে। এদিকে প্রেমের সম্পর্কের সুত্র ধরে শহরের আয়েশা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে ৩ যুবক কর্তৃক ধর্ষনের অভিযোগ উঠেছে। শনিবার সকালে ধর্ষিতা স্কুল ছাত্রীর বাবার দেওয়া কালীগঞ্জ থানায় এক লিখিত অভিযোগে জানায়, বলিদাপাড় গ্রামের যুবক খায়রুল গত ৩ মাস ধরে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই তার মেয়েকে কু-প্রস্তাব দিত। এক পর্ষায়ে তার মেয়েকে ফুসলিয়ে খায়রুল প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এঘটনা জানাজানি হলে মেয়ের পরিবার খায়রুলকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু খায়রুল বিয়ে করতে অস্বিকার করে। এক পর্ষায়ে খায়রুল তার বন্ধুদের সহযোগিতায় গত মাসের ২৫ তারিখে স্কুলছাত্রীকে রাব্বীর বাসাতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এ ঘটনার পর মেয়েটি বাড়ীতে এসে তার পরিবারের নিকট ধর্ষনের ঘটনাটি খুলে বলে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে প্রথমে সামাজিক ভাবে ঘটনাটি নিরসন করতে ব্যার্থ হওয়ায় অবশেষে ১৫ দিন পর ৩ যুবকের নামে থানাতে একটি মামলা করে। থানা পুলিশ ওইদিনই অভিযুক্ত ৩ জনের মধ্যে দু’জনকে আটক করলেও অপরজন পলাতক রয়েছে। পৃথক পৃথক সংঘঠিত এ দুটি ধর্ষনের বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ ইউনুচ আলী বলেন, থানাতে পৃথক দুটি অভিযোগ পেয়েছেন। পুলিশ ইতোমধ্যে দুই ধর্ষককে আটক করেছে। বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।
ঝিনাইদহে নিয়ন্ত্রহীন বাজারে দামাদামি নেই
ঝিনাইদহ :: রোজার মাসকে কেন্দ্র করে ঝিনাইদহ শহর জুড়ে নিয়ন্ত্রহীন বাজারগুলোতে অধিক মুল্যে বিক্রি হচ্ছে পাকা কলা, তরমুজ, কাঁচা তরকারী সহ অন্যান্য খাদ্যসামগ্রী। ইফতারি ও সেহরির অন্যতম ফল পাকা কলা, কাঁচ কলা, তরমুজ, কাঁচা তরকারী সহ অন্যান্য খাদ্যসামগ্রী দাম যেন আকাশ ছুয়েছে। বিশেষ করে শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড, হামদহ, আরাপপুর,পায়রা চত্তর, মডার্ন মোড়, বাস টামর্নিাল, চাকলাপাড়া, হাটের রাস্তা, ‘ট’ বাজারের মধ্যে এসব এলাকার দোকানগুলোতে অধিক মুল্যে বিক্রি হচ্ছে পাকা কলা। রোজার শুরুর আগে বিভিন্ন জাতের বড় কলার দাম ছিল ১৫-২০ টাকা হালি, অথচ রোজার প্রথম দিন থেকে এক লাফে বাজারে কলার দাম হালি প্রতি বেড়েছে ২০ টাকা ,তারপরও পাওয়া দুষ্কর। প্রতিটি কলার দাম পড়ছে ১০ টাকা। আকাশ ছোয়া কলার দিকে তাকাতে পারছে না নিম্ন ও মধ্যবিত্তরা। কলার দাম বাড়ার কারণ হিসেবে বড় ব্যাবসায়ীরা বলছে, সরবরাহ কম যার ফলে কলার দাম বৃদ্ধি হয়েছে। তবে ক্রেতাদের দাবি,এক সপ্তাহ আগেও বাজারে কলার সরবরাহ পর্যাপ্ত ছিল কিন্তু দাম বাড়ানোর উদ্দেশ্যে কৃত্তিম সংকট তৈরি করছে ব্যাবসায়ীরা। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন কিছু অসাদু ব্যাবসায়ীরা কলার মুল্য দিগুন করেছে ।যার ফলে গরিব মানুষ ইচ্ছা থাকলেও কিনতে পারছে না। ক্রেতাগণ দাবি করছেন এসব অসাদু ব্যাবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যাবস্থা করা। যেন এই ফল সবাই ভোগ করতে পারে।
তিনদিন ধরে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী ও মেধাবী ছাত্র হরিণাকুন্ডুর সুমন খান
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলায় বন্ধুর বাড়িতে যাওয়ার নাম করে বের হয়ে তিন দিনেও বাড়ি ফেরেনি সুমন খান (২৫) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। এ নিয়ে হরিণাকুন্ডু থানায় একটি জিডি করেছে সুমনের পরিবার। সুমন হরিণাকুন্ডু শহরের আদর্শপাড়ার তোফাজ্জেল খানের ছেলে। মা রাশেদা বেগম জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সুমন তার বন্ধুর বাড়িতে যাওয়ার নাম করে বের হয়। সর্বশেষ তার মায়ের সাথে বেলা ১০টার সময় কথা হয়। ঘটনার দিন দুপুরের পর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। আজ রোববার সুমনের ফিজিক্স পরীক্ষা রয়েছে। ফুফাতো ভাই জোড়াদহ গ্রামের সাজেদুর রহমান সোহাগ জানান, সুমন জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ-প্লাস পেয়েছিল। চলতি এইচএসসি পরীক্ষাও ভাল হচ্ছিল। কিন্তু কোথাও তার হদিস মিলছে না। বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, সুমন খানকে উদ্ধারের সব চেষ্টা করা হচ্ছে। আশপাশ থানায় তার নিখোঁজ হওয়ার ম্যাসেজ পাঠানো হয়েছে। এ ছাড়া তার মোবাইল ট্রাকিং করে দেখা হচ্ছে কোথায় তার অবস্থান।
কালীগঞ্জে সিপিসি-২, র্যাব-৬’র সফল অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহ কালীগঞ্জ শহরের মেইন বাসষ্ট্যান্ড এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-৬ এর একটি দল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে কালীগঞ্জ শহরের মেইন বাসষ্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মুনসুর প্লাজার পূর্ব পাশের গলিতে থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ সুবোধ কুমার বসু (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী (পশ্চিমপাড়া) গ্রামের মৃত সত্যেন্দ্রনাথ বসুর ছেলে। এ সময় তার কাছ থেকে ১ টি মোবাইল সেট এবং ১ টি সীম কার্ড উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন এলাকায় একটি সিন্ডিকেট গোলে তুলে বড় ধরনের মাদক ব্যবসা করে আসছিল।
থাইল্যান্ড যাচ্ছেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার মোফাকখারুল
ঝিনাইদহ :: থাই সরকারের আমন্ত্রনে “পোস্ট হার্ভেস্ট টেকনোলজি অব ফ্রুট এন্ড ভেজেটেবল ক্রপস ফর দ্য ডেভেলপিং কান্ট্রিজ” শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহন করার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার মোফাকখারুল ইসলাম। কৃষি মন্ত্রনালয় সূত্রে জানাগেছে, আগামী ১৪ থেকে ২৮ মে পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত ঐ আন্তর্জাতিক প্রোগ্রামে তিনিই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করবেন। থাইল্যান্ডে অবস্থানকালিন সময়ে তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সহ রপ্তানিযোগ্য ফল সবজি উৎপাদন ও সংগ্রহোত্তর আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তবসম্মত জ্ঞানার্জন করার সুযোগ পাবেন। থাইল্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (টিকা) এর ব্যবস্থাাপনায় সে সময় তিনি ব্যাঙ্কক, চিয়াংমায়, ফিটসুনালুক, ফুকেট, পাতায়াসহ থাইল্যান্ডের বিভিন্ন প্রদেশ ও দর্শনীয় স্থানসমুহ পরিদর্শন করবেন মর্মে জানা গেছে। এ ব্যাপারে মোফাকখারুল ইসলাম জানান তিনি ১২ মে রবিবার দুপুরে থাই এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাঙ্কক সূবর্ণভুমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। দেশ ত্যাগের প্রক্কালে তিনি দেশবাসি সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।