সোমবার ● ১৩ মে ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে এক নারী অপহরনকারী আটক : শিশু উদ্ধার
মির্জাগঞ্জে এক নারী অপহরনকারী আটক : শিশু উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি ::পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী বাসষ্ট্যান্ড থেকে এক নারী অপহরনকারীকে আটক করে চুরি হওয়া তিন মাসের এক শিশু আবদুল্লাহ ও ২ লক্ষ ৬২ হাজার ৭৪০ টাকা উদ্ধার করে কাঠালতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।
গতকাল ১২ মে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। কাঠাঁলতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, বরগুনা জেলার সদর উপজেলার উরবুনিয়া গ্রামের মো. নাসির সিকদারের শিশুপুত্র মো. আবদুল্লাহকে (সাড়ে ৩মাস) জামা কিনে দেয়ার কথা বলে ও তাঁর ঘর থেকে ২ লক্ষ ৬২ হাজার ৭৪০ টাকা চুরি করে বাড়ি থেকে গতকাল দুপুর বারোটার দিকে সটকে পড়েন অপহৃত শিশুর পিতা মো. নাসিরের সৎ ভাগ্নি জেসমিন আক্তার(২৭)। বাড়ীর লোকজন জেসমিন ও শিশু পুত্র মো. আবদুল্লাহকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি পরে বরগুনা সদর থানায় বিষয়টি অবহিত করেন।
অপহৃত শিশুটিকে নিয়ে বরগুনা থেকে মটরসাইকেল যোগে জেসমিন আক্তার বরিশালে যাওয়ার পথে বরগুনা-চান্দখালী-সুবিদখালী-কাঠাঁলতলী-বাকেরগঞ্জ-বরিশাল মহাসড়কের কাঠাঁলতলী বাসষ্ট্যান্ডে পৌছলে কাঠালতলী তদন্ত কেন্দ্রের পুলিশ তাদেরকে দেখে সন্দেহ হলে তাকে আটক করে। এসময় অপহরনকারী জেসমিন আক্তারের নিকট থেকে ২ লক্ষ ৬২ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটক জেসমিন আক্তার বরগুনা জেলার তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামের মৃত শাজাহান মল্লিকের মেয়ে। উদ্ধারকৃত শিশু মো. আবদুল্লাহ ও আটক জেসমিন আক্তারকে বরগুনা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।