শুক্রবার ● ৮ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি থেকে মারিশ্যা যাওয়ার পথে যাত্রীবাহী বাস উল্টে ১৫-২০ জন মারাত্মক আহত
রাঙামাটি থেকে মারিশ্যা যাওয়ার পথে যাত্রীবাহী বাস উল্টে ১৫-২০ জন মারাত্মক আহত
ষ্টাফ রিপোর্টার :: শুক্রবার ৮ জানুয়ারী ২০১৬ তারিখ সকাল ১০ দিকে রাঙামাটি পুরাতন বাস ষ্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মহসিন রোমান চট্টমেট্রো-চ-১৯৪৭ নাম্বারের গাড়িটি রাঙামাটি শহরের রেডিও সেন্টার এলাকায় পাহাড় উঠার পথে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে উল্টে যায়৷ গাড়ীর চালক তপন দেব ও হেলপার পলাতক রয়েছে৷ দুর্ঘটনাস্থলে তত্ৰনিক খবর পেয়ে ছুটে যান রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন , সহকারী পুলিশ সুপার সদর সার্কেল চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ ও স্থানীয় বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা৷ প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে৷ রাঙামাটি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১৫থেকে ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করেন৷
রাঙামাটি সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিত্সক ডাঃ শওকত আবর ও ডাঃ মংকেচিং জানান ১৫ থেকে ২০ জনকে চিকিত্সা দিয়েছেন৷ এতে কয়েকজনের অবস্থা আশংকাজনক৷ রাঙামাটি জুলুখ্যে পাহাড়ের সুকুমার দেব ও মানিকছড়ি বোধিপুরের ভাগ্যজয় চাকমা ও নানিয়াচরের কেরেত ছড়ির শুক্র কুমার চাকমার ছেলে যীশু বাবু চাকমাসহ ৭জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মোডকেল কলেজে স্থানান্তর করা হয়েছে৷ রোগী স্থানান্তরের জন্য রাঙামাটি জেলা প্রশাসকের তহবিল থেকে প্রথমিকভাবে ১০ হাজার টাকা এম্বুল্যান্স ভাড়া সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক সামসুল আরেফিন। তত্ক্ষনিক হতাহতদের নাম ও পরসংখ্যান পাওয়া যায়নি৷ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি রাঙামাটি সদর হাসপাতালে রয়েছেন৷