বুধবার ● ১৫ মে ২০১৯
প্রথম পাতা » কৃষি » সাদুল্যাপুরে বোরো চাল ও ধান সংগ্রহের উদ্বোধন
সাদুল্যাপুরে বোরো চাল ও ধান সংগ্রহের উদ্বোধন
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সাদুল্যাপুর সরকারি খাদ্য গুদামে বোরো আমন চাল ও ধান সংগ্রহ অভিযান আজ বুধবার উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহারিয়া খাঁন বিপ্লব আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন করেন। এই কার্যক্রমেই জেলার আনুষ্ঠানিক উদ্বোধন। এ উপলক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে খাদ্য ক্রয় কেন্দ্রে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এটিএম দিদারুল ইসলাম মাসুদ, উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখারুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার হাসান আলী, দামোদোরপুর ইউপির চেয়ারম্যান এজেটএম সাজেদুল ইসলাম স্বাধীন, জামালপুর ইউপির চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল, ভাতগ্রাম ইউপির চেয়ারম্যান এটিএম রেজয়ানুল ইসলাম বাবু প্রমুখ। চলতি মৌসুমে সাদুল্যাপুর সরকারি খাদ্য গুদামে সিদ্ধ চাল ২২৯৭.৯০১ মে. টন ও আতপ ৩৬৫ মেট্রিক টন ও ধান ৩২৩ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
গাইবান্ধায় বায়োগ্যাস প্লান্টে পড়ে শিশু নিহত
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বায়োগ্যাস প্লান্টে পড়ে আড়াই বছরের শিশু দীপা নীতা মহন্তের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু দীপা নীতা মহন্ত পাশ্ববর্তী উপজেলা পলাশবাড়ীর গিরিধারীপুরের অখিল চন্দ্র মহন্তের মেয়ে। শিশু দীপা তার মা প্রার্থণা রানীর সাথে তার নানাবাড়ীতে এসেছিলো।
নিহত শিশু দীপা নীতার নানা পল্লী চিকিৎসক শ্যামল দত্ত জানায়, দীপা বাড়ির পাশে খেলা করছিলো। হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন বাড়ির পাশে বায়োগ্যাস প্লান্টের চৌবাচ্চায় তাকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রিপন এ তথ্য নিশ্চিত করেন।