বুধবার ● ১৫ মে ২০১৯
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে কৃষকদের মাঝে স্প্রেমেশিন বিতরণ
গাবতলীতে কৃষকদের মাঝে স্প্রেমেশিন বিতরণ
বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলী নশিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল মঙ্গলবার এডিপি অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়ারেছ আনসারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান, নশিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মিন্টু, সমাজসেবা অফিস মাঠকর্মী আমিনুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান শহিদুল্লাহ বুলু, বজলার রহমান দোলা, শাপলা খাতুন, ইউপি সচিব জাহাঙ্গীর আলম’সহ ইউপি সদস্যগন ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া ইউএনও আব্দুল ওয়ারেছ আনসারী এডিপি অর্থায়নে নশিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ফুটবল বিতরণ করেন। পরে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মিন্টু ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন এতিমখানায় ইফতার জন্য খেজুর বিতরণ করেন ইউএনও আব্দুল ওয়ারেছ আনসারী। এছাড়া আবারো নতুন করে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা কার্ড প্রদানের লক্ষে চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মিন্টু উদ্যোগে ইউনিয়নের প্রতিটি এলাকায় মাইকিং করে বয়স্ক ও প্রতিবন্ধীদের পরিষদ চত্বরে নিয়ে আসলে ইউএনও আব্দুল ওয়ারেছ আনসারী যাচাই বাচাই করেন। উপজেলা মধ্যে নশিপুর ইউনিয়নে প্রথম মাইকিং করে ভাতা কার্ড বিতরণে উদ্যোগ নেয়া হয়। ফলে ইউনিয়নে ব্যাপক প্রশংসা ও সাড়া জেগেছে।
গাবতলীর বালিয়াদিঘী ইউপি’র পৌনে ২কোটি টাকা বাজেট ঘোষনা
বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলী ১০নং বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ইং অর্থ বছরের জন্য ১কোটি ৭২লক্ষ ৫৪হাজার ২শ ১০টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে ব্যয় ও সমপরিমান ধরা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিষদের হলরুমে এ বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী ফকির, সমাজসেবক আব্দুস সামাদ, সুফি আলম, নুরুল ইসলাম, সেলিম ফকির, সুজন নেতা মতিয়ার রহমান, বালিয়াদিঘী ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, যুবদল নেতা শহিদুল ইসলাম ইমান, হান্নান, মুক্তার, ইউপি সদস্য আকতারুজ্জামান দুলু, আব্দুল হান্নান, দৌলত জামান, ওছমান প্রাং, আলম মন্ডল, তবিবুর রহমান, ওসমান ফকির, মতিয়ার রহমান বাবলা, বাবলু মন্ডল, তানিয়া আকতার লাবনী, মনোয়ারা বেগম, রুবি খাতুন, ইউপি সচিব মোছাঃ শামছুন নাহার, ইউডিসি উদ্যোক্তা আপেল মাহমুদ রনি’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।