বৃহস্পতিবার ● ১৬ মে ২০১৯
প্রথম পাতা » কক্সবাজার » অন্তচোখ এর রক্তদান কর্মসূচী ১৮ মে
অন্তচোখ এর রক্তদান কর্মসূচী ১৮ মে
কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় স্বেচ্ছায় রক্তদান কমিউনিটি “অন্তচোখ” এর উদ্যোগে ১৮ মে রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পাইন্যাশিয়া শান্তি নিকেতন বিহারে সকাল ৯টা থেকে আরম্ভ হবে। এবারও রক্ত সংগ্রহ করবে সন্ধানী কক্সবাজার মেডিকেল ইউনিট।
অন্তচোখ সরাসরি মুমুর্ষ রোগীদের রক্তদানসহ প্রতি বৎসর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্পের রক্তদান করে থাকে। রক্তদানে ইচ্ছুক সকলকে সকাল ৯টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন অন্তচোখের প্রধান সংগঠক পলাশ বড়ুয়া।
তিনি জানিয়েছেন, এবার অন্তচোখ স্বেচ্ছায় রক্তদান কমিউনিটি ও সন্ধানী’র মনোনীত ২৫ জন সর্বোচ্চ রক্তদাতাকে স্বীকৃতি সনদ প্রদান করা হবে। তাঁরা হলেন, শ্রীমৎ কুশলায়ন মহাথের, শ্রীমৎ প্রিয়তিষ্য ভিক্ষু, শ্রীমৎ কর্মেশ্বর ভিক্ষু, এড. অনিল কান্তি বড়ুয়া, দেলোয়ার হোছাইন, আশীষ বড়ুয়া, মেধু কুমার বড়ুয়া, আমিন উল্লাহ আমিন, এনামুল হক, বিজন বড়ুয়া, আবুল মঞ্জুর, এড. আমির তাহের উদ্দিন মানিক, জসিম আজাদ, পলাশ বড়ুয়া, আবু তালেব সিকদার, মিলন বড়ুয়া, জিয়াউল হক, জাফর আলম, আবছার উদ্দিন, ফয়সাল উদ্দিন, দিলীপ বড়ুয়া, রিন্টু বড়ুয়া, পিকু বড়ুয়া, সুবেল বড়ুয়া ও সুমন বড়ুয়া।
এছাড়াও দিবসটিতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব “বুদ্ধ পূর্ণিমা” বা ২৫৬৩ বুদ্ধবর্ষ উপলক্ষে শান্তি শোভাযাত্রা, সংঘদান, সদ্ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হবে। রক্তদান কর্মসূচী উদ্বোধন করবেন জ্ঞানসেন ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ও অন্তচোখ এর উপদেষ্টা শ্রীমৎ কুশলায়ন মহাথেরো।
উল্লেখ্য, ১২.১২.২০১২ সালে উখিয়ার একঝাঁক প্রগতিশীল স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে মানবিক পৃথিবী গড়ার লক্ষ্যে অন্তচোখ যাত্রা শুরু করে। কমিউনিটি কক্সবাজার কেন্দ্রিক হলেও দেশের যে কোন প্রান্তে মুমুর্ষ রোগীদের রক্ত সহায়তা প্রদান করে থাকে।