বৃহস্পতিবার ● ১৬ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পাহাড়ের দূর্গম পাড়া মহল্লার শিশু-কিশোরদের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
বান্দরবানে পাহাড়ের দূর্গম পাড়া মহল্লার শিশু-কিশোরদের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি :: পাহাড়ের দূর্গম পাড়া মহল্লার শিশু-কিশোরদের উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১৬ মে বেলা ১১ টায় বান্দরবান অরুন সারকী টাউন হলে ইউনিসেফের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কনাডার হাই কমিশনের প্রতিনিধি পিডরা মুন মেরিসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর এিপুরা।
বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মরমা,
সভায় অতিথিরা বলেন, দূর্গম পাহাড়ের শিশু-কিশোররা দেশর সম্পদ ও আগামী দিনে ভবিষ্যত। শিশুরা যাতে বিভিন্ন ভাবে তাদের মেধার বিকাশ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। শিশু-কিশোরদের জন্য বান্দরবানের দূর্গম বিভিন্ন পাড়াতে গঠন করা হচ্ছে শিশু-কিশোর সংগঠন। সেই সংগঠনে শিশুরা আগামিতে নেতৃত্ব দিয়ে সমাজের বিভিন্ন উন্নয়ন মুলক কাজে অংশ গ্রহন করবে। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম ও অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান প্রমূখ।