শুক্রবার ● ১৭ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পালাক্রমে গণধর্ষন অবশেষে হত্যা : ৩ আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
পালাক্রমে গণধর্ষন অবশেষে হত্যা : ৩ আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: গত ২৫ নভেম্বর পালাক্রমে গণধর্ষণের পর হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মূল আসামীদেরকে তুলে এনে কোর্টে সোফর্দ করেছে আলীকদম থানা পুলিশ। হালে স্বস্তি পাচ্ছে মৃত লাকাচিং তঞ্চঙ্গ্যার স্বজনরা। এঘটনায় অপরাধী হিসেবে তিন আসামীকে আটক করা হয়েছে এবং আসামীরা প্রত্যেকেই ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
আটককৃতরা হলেন : উপজেলার বাবুপাড়া এলাকার গোতরাং ত্রিপুরার ছেলে ত্রিমাথিয় ত্রিপুরা(২৫), আমতলী অসথুত্রিপুরাপাড়া এলাকার মশল মনি তঞ্চঙ্গ্যার ছেলে জয় কুমার ত্রিপুরা (৩৮) ও একই এলাকার রাম সিং ত্রিপুরার ছেলে জনত্রিপুরা (৪৩)।
আজ শুক্রবার বিকালে আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ তার নিজ কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রীফিং দেন। তিনি জানান, ২৫ নভেম্বর আলীকদম উপজেলার সদর ইউনিয়নের আমতলী অসথুত্রিপুরাপাড়ায় গাছের সাথে একটি মহিলার লাশ গামছা দিয়ে ঝুলানো থাকার সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থলে যাই এবং উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করি। ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে মৃত লাকাচিং মারমার বোনের ছেলে ক্যনুমং তঞ্চঙ্গ্যা বাদী হয়ে আমরা একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। আলীকদম থানার মামলা নং- ০৩, তারিখ- ১৫/০৪/২০১৯ খ্রি:, মামলার ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৯ (৪) (ক)। আলীকদম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কানন চৌধুরীকে এই মামলার তদন্তভার প্রদান করা হয়। তিনি এই মামলার সূত্র ধরে তদন্ত কাজ পারিচালন করে এবং গত ১১ মে ত্রিমাথিয় ত্রিপুরা(২৫), ১২ মে জয় কুমার ত্রিপুরা (৩৮) ও ১৪ মে জনত্রিপুরা (৪৩) কে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।
আটকৃত আসামীদের জবানবন্দিতে দেখাযায়, তারালাকাচিং তঞ্চঙ্গ্যাকে পালাক্রমে গণধর্ষন করে এবং শ^াস রোধকরে হত্যা করে। এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য ধর্ষকরা লাকাচিং এর মৃতদেহ পাহাড়ের ঢালে একটি গাছের সঙ্গে গামছাি দয়ে বেঁধে ঝুলিয়ে রাখে। এর আগে গত ২৫/১১/২০১৮ খ্রি: তারিখে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। এই । তবে কোন ক্লু না থাকায় সে সময় মামলায় কাউকে আসামী করা যায়নি।