শনিবার ● ১৮ মে ২০১৯
প্রথম পাতা » কৃষি » কি কারণে কমে যাচ্ছে ঝিনাইদহে পাটের আবাদ
কি কারণে কমে যাচ্ছে ঝিনাইদহে পাটের আবাদ
ঝিনাইদহ প্রতিনিধি :: যশোর অঞ্চলের ৬ জেলায় গতবছরের চেয়ে চলতি বছর একহাজার ৩শ’ ১৬ হেক্টর জমিতে পাটের আবাদ বেশি হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ হয়েছে কম। চলতি বছর (২০১৯-২০২০ অর্থবছর) ৬ জেলায় পাটের আবাদ হয়েছে একলাখ ৩৭ হাজার ৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল একলাখ ৬১ হাজার ৪শ’ ২৫ হেক্টর জমি। গতবছর (২০১৮-২০১৯) পাটের আবাদ হয়েছিল একলাখ ২৩ হাজার ৮৯ হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে যশোর জেলায় পাটের আবাদ হয়েছে ১৭ হাজার ৫শ’ ৩০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৬ হাজার ৪শ’ ৫০ হেক্টর জমি। ৮ হাজার ৯শ’ ২০ হেক্টর জমিতে আবাদ কম হয়েছে। ঝিনাইদহ জেলায়ও একই অবস্থা। এ জেলায়ও লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৪শ’ ৭০ হেক্টর জমিতে কম আবাদ করা হয়েছে। ঝিনাইদহ জেলায় পাটচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২২ হাজার ৮শ’ ৯৫ হেক্টর জমি। আবাদ হয়েছে ২০ হাজার ৪শ’ ২৫ হেক্টর জমিতে। একই অবস্থা মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাতেও। মাগুরা জেলায় পাটের আবাদ হয়েছে ৩২ হাজার ৪শ’ ৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৬ হাজার একশ ১০ হেক্টর জমি। এ জেলায়ও ৩ হাজার ৬শ’ ৬০ হেক্টর জমিতে কম আবাদ হয়েছে।
ঝিনাইদহে শোকের মাতম চলছে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যুতে
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার দূর্গানারায়ণপুর গ্রামের মিম খাতুন (৪) ও ফাতেমা খাতুন (৫) নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় ওই গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়। মিম খাতুন ওই গ্রামের বজলু জোয়ার্দ্দার ও ফাতেমা খাতুন বাবলু জোয়ার্দ্দারের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু মিম ও ফাতেমা সম্পর্কে চাচাতো বোন। শিশুর চাচা ওলিয়ার রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের্^ খেলাধুলা করছিল মিম ও ফাতেমা। সন্ধায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির উত্তর পাশের্^ পুকুরের ভিতর পানিতে তাদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বার্তা বাজারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ইফতার মাহফিল
ঝিনাইদহ :: বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রমজানের ১০ম দিনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, এনডিসি খাইরুল ইসলাস, আরডিসি আবু সালেহ মো: হাসনাত, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক এলাহী বক্স, সহ-সভাপতি কাজি আতিয়ার রহমান, যুগ্ম-সম্পাদক মিজানুল ইসলাম, সদস্য মুস্তাক আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইফতারের পুর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।