শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » লাইফস্টাইল » ঈদ পরবর্তী অভিমত
ঈদ পরবর্তী অভিমত
পলাশ বড়ুয়া :: ঈদ মানে আনন্দ, ঈদ মানে বহু কাঙি্ক্ষত খুশির প্রহর ৷ প্রতিবছর বহু প্রতীক্ষিত ঈদকে ঘিরে মানুষের মনে ছড়িয়ে পড়ে খুশির বার্তা ৷ কিন্তু আমাদের সামান্য অসতর্কতা ঈদের পরবর্তী দিনগুলোকে দুর্বিষহ করে তুলতে পারে ৷ কেননা, ঈদ মানে আনন্দ আর উল্লাস ৷ বাঁধভাঙ্গা আনন্দ উল্লাস করতে গিয়ে উঠতি বয়সীরা অপসংস্কৃতির দিকে নুয়ে পড়ছে ৷
প্রতিটি সড়ক, উপ-সড়কে যানবাহনের উপঁচে পড়া ভিড়৷ যানজটে একাধিক গাড়ীতে দেখা গেল অনেকের মাথায় লাল ফিতা, সেই সাথে কানফাটা আওয়াজে সাউন্ড সিস্টেমে উঠতি বয়সীদের লাফালাফি যেন উত্তাল সাগরের ঢেউকে হার মানাবে৷ কিন্তু ঘটে তার বিপরীত গত ঈদুল ফিতরের সময় সারাদেশের ন্যায় কঙ্বাজারও আনন্দ উপভোগ করতে গিয়ে সড়ক দূর্ঘটনা সহ সাগরে সলিল সমাধি হয় অনেকের৷
অপরদিকে ঈদুল ফিতর বা রমজানের ঈদের যে প্রস্তুতি থাকে, তা থেকে একেবারে ভিন্ন প্রস্তুতি চলে ঈদুল আজহা বা কোরবানির ঈদে৷ পশু কোরবানিকে কেন্দ্র করে এই ঈদে থাকে বিশেষ আয়োজন৷
পশু জবাই করে রক্ত অপসারণ, চামড়া পৃথক করা ও বজ্য ফেলার দিকে অনেকেই উদাসীন থাকে৷ ফলে কোরবানির বর্জ্যের কারণে জনজীবনে নেমে আসে দুর্ভোগ৷ একদিনের সামান্য অসচেতনতা আমাদের ঈদের খুশিকে যেমন ক্ষণস্থায়ী করে, তেমনি নষ্ট করে সুন্দর পরিবেশ৷
তাই প্রতিটি অভিভাবকের সচেতনতার পাশাপাশি ও সংশিস্নষ প্রশাসনের কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানাচ্ছি, গাড়ীভর্তি এসব বিপদগামীদের গতিরোধ করার পাশিাপাশি দীর্ঘতম সৈকত নগরীতে নিশ্চিদ্র নিরাপত্তা জোরদার একানত্ম প্রয়োজনীয়তা রয়েছে৷
ঈদ পরবর্তী দেশের সর্বস্থরের মানুষের নীরোগ, নিরাপদ ও সুস্থ জীবন প্রত্যাশা রইল৷
আডলোড : ২৬ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল৪.৪৫ মিঃ