শুক্রবার ● ৮ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » সবাই জঙ্গি হামলার আশঙ্কা করছে: র্যাবের অতিরিক্ত মহাপরিচালক
সবাই জঙ্গি হামলার আশঙ্কা করছে: র্যাবের অতিরিক্ত মহাপরিচালক
গাজীপুর জেলা প্রতিনিধি :: র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেছেন, শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্ব সমপ্রতি জঙ্গি হামলা নিয়ে চিন্তা-ভাবনা করছে৷ সবাই জঙ্গি হামলার আশঙ্কা করছে৷ অর্থাত্ জঙ্গি হামলার বিষয়টি কেউ উড়িয়ে দিচ্ছে না৷ আমরা সেই রকম প্রস্তুতি নিয়ে এখানে কাজ করছি৷
৮ জানুয়ারি শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ সংলগ্ন মন্নুনগর এলাকায় স্থাপিত র্যাবের কন্ট্রোল রুমের সামনে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক৷
তিনি বলেন, জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখেই আমরা সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি৷ ইজতেমাস্থল ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি৷
তিনি আরো বলেন, ইজতেমার ১৮টি প্রবেশ পথে এবং মেহমানখানায় সিসি টিভি আছে৷ ৩৮টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ইজতেমা ময়দান পর্যবেক্ষণ করা হচ্ছে৷
জিয়াউল আহসান বলেন, পর্যবেক্ষণ চৌকি থেকে ইজতেমার ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনার আভাস পেলে তার প্রতিরোধ ব্যবস্থা করা হবে৷ রাতেও এই অবজারভেশন পোস্ট থেকে পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে৷ তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান অবস্থিত৷ এই তুরাগ নদীতে স্পিডবোটের মাধ্যমে নৌ টহল থাকছে৷ সার্বক্ষণিক নৌ টহল দায়িত্ব পালন করবে৷ পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমে টহলের ব্যবস্থা রয়েছে৷
এছাড়াও ময়দানে থাকছে র্যাবের বোম্ব স্কোয়ার্ট টিম, ডগ স্কোয়ার্ট এবং ট্রাইকিং ফোর্স৷ যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির মোকাবেলায় র্যাব তত্পর রয়েছে বলে জানান তিনি৷
ময়দানের প্রতিটি খিত্তায় একজন করে সাদা পোষাকে র্যাবের সদস্য মোতায়েন থাকছে বলেও জানান তিনি৷