রবিবার ● ১৯ মে ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বন্যা সহনশীল প্রকল্পের অবহিত করণ সভা
গাইবান্ধায় বন্যা সহনশীল প্রকল্পের অবহিত করণ সভা
গাইবান্ধা প্রতিনিধি :: জুরিখ ফাউন্ডেশনের অর্থায়নে ফ্লাড রিজিলিন্সে প্রজেক্টের আওতায় গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভাসহ উপজেলার ৪টি ইউনিয়নে বন্যা সহনশীল প্রকল্পের অবহিত করণ সভা আজ রবিবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এসোডের বাস্তবায়নে সংস্থার প্রধান নির্বাহী ডা. তাসকিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোছা: জাকিয়া নাজনীন প্রমুখ। সুন্দরগঞ্জ পৌরসভা সহ উপজেলার বেলাকা, কাপাশিয়া, তারা পুর ও হরিপুর ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
গাইবান্ধায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
গাইবান্ধা :: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে ১% বরাদ্দের অর্থ দিয়ে এলাকার দরিদ্র ও বেকার প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউপি চেয়ারম্যানের নিজস্ব কার্যালয় খোর্দ্দ কোমরপুর বাজারে ১% বরাদ্দের ১ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে ১৭টি সেলাই মেশিন দরিদ্র ও বেকার প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। খোর্দ্দ কোমরপুর ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী শামীম উপস্থিত থেকে এসব সেলাই মেশিন বিতরণ করেন। এসময় ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য রীনা বেগম, নাজমা বেগম, হাসিনা বেগম, ইউপি সদস্য সাজু মিয়া, খুশি মিয়া, আঃ গোফ্ফার, ময়নুল হক, মোখলেছুর রহমান, সাইফুল ইসলাম, বুলবুল মিয়া, সাফী মন্ডল, মিজানুর রহমান, ইউপি সচিব আঃ লফিত মিয়া ও যতœ প্রকল্পের এসপিএ ছানাউল হক মন্ডল প্রমুখ।