সোমবার ● ২০ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ে ২৪ ঘন্টার ব্যবধানে ২ খুন : বাঙ্গালহালিয়ায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
পাহাড়ে ২৪ ঘন্টার ব্যবধানে ২ খুন : বাঙ্গালহালিয়ায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে এক আওয়ামীলীগ কর্মিকে হত্যার ২৪ ঘন্টা না পেরুতেই পাহাড়ের অস্ত্রধারী আঞ্চলিকদলীয় সন্ত্রাসীদের হাতে আবারো হত্যার শিকার হলো আরেক যুবলীগ নেতা। এবার রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডে আঞ্চলিকদলীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা ওয়ার্ড যুবলীগের সভাপতি ক্যহ্লা চিং মারমাকে গুলি করে হত্যা করেন।
রবিবার দিবাগত রাত (১৯ মে) সোয়া ১১ টায় ৮নম্বর ওয়ার্ডের নাইক্যছড়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পিসিজেএসএস (মুল) এর সন্ত্রাসীরাই ক্য হ্লাচিং মারমাকে হত্যা করেছে। তিনি বলেন, নিহত যুবলীগ নেতার নিজ ঘরে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
এদিকে, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের টিম গেছে বলেও জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা।
স্থানীয়রা জানান, নিহত যুবলীগ নেতাকে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় থেকেই মেরে ফেলার হুমকিম দিয়ে আসছিলো আঞ্চলিক সংগঠন পিসিজেএসএস এর নামধারী একদল সন্ত্রাসী।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে দিয়েছি। তারা ফিরে আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র ২৩ ঘন্টা আগে বান্দরবানের রাজবিলা ইউনিয়নে বাসা থেকে ডেকে নিয়ে আ’লীগ কর্মি ক্যচিং থোয়াইকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা।
প্রসঙ্গত, গত ৯ মে ২ নম্বর রাবার বাগান এলাকায় সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)’র সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। এর আগেও গত ৭ মে সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস)’র কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। এ ছাড়া অপহরণ করা হয় পুরাধন তঞ্চঙ্গ্যা নামের অপর এক কর্মীকে, এখনো তার কোনো লাশের খোঁজ পাওয়া যায়নি।
এ হত্যাকাণ্ডের ঘটনায় রাঙামাটি বান্দরবান এর সীমান্তবর্তী রাজ নীলা ও বাঙ্গালহালিয়া এলাকায় একের পর এক হত্যাকান্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
লামায় পাহাড়ের ঢালু থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম মিজঝিরি এলাকায় পাহাড়ের গাছ কাটতে গিয়ে পাহাড় থেকে পড়ে এক কাঠ শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম আব্দুল গফুর (৩৫)। নিহত কাঠ শ্রমিক লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধূইল্যাছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।
এলাকা বাসিদের ধারণা রবিবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৫টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের জানান, নিহত আব্দুল গফুর আরও কয়েক জন কাঠ শ্রামককে সাঙ্গে নিয়ে পার্শ্ববর্তী গজালিয়া ইউনিয়নের মিজঝিরি এলাকায় পাহাড়ে গাছ কাটতে যায়। উঁচু পাহাড়ে গাছ কাটার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলটি অনেক দুর্গম এলাকা হওয়ায় লাশ বাড়িতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। রাত ১০টার পরে বিষয়টি জানাজানি হলে লামা থানার পুলিশ রাত সাড়ে ১১টায় নিহতের বাড়িতে পৌঁছায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম মিজঝিরি এলাকায় পাহাড়ে গাছ কাটতে গিয়ে পাহাড় থেকে পড়ে কাঠ শ্রমিকের মৃত্যুর হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা রাত সাড়ে ১১টায় নিহতের বাড়িতে উপস্থিত হয়ে শ্রমিকের মৃত্যুর বিষয়টি তদন্ত করেছি। নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং একটি (ইউডি) মামলা দায়ের করা হয় ।