বুধবার ● ২২ মে ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » শসার সাথে লুকিয়ে গাঁজা চাষ করে ফেঁসে গেলেন কৃষক রফিকুল
শসার সাথে লুকিয়ে গাঁজা চাষ করে ফেঁসে গেলেন কৃষক রফিকুল
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ::ময়মনসিংহের নান্দাইলে শসার সাথে লুকিয়ে গাঁজা চাষ করে ফেঁসে খেলেন বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামের কৃষক রফিকুল ইসলাম।
মঙ্গলবার (২১ মে) বিকেলে নান্দাইল মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামের শসা ক্ষেত থেকে গাঁজা গাছ উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল আলম জানান, উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামের রফিকুল ইসলামের শসা ক্ষেতের মাঝখানে গাঁজা গাছের চাষ করা হচ্ছে গ্রামবাসির এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে একটি শসা খেতের মাঝখান থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
এলাকাবাসির বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, কৃষক রফিকুলকে প্রায় সময়ই শসা খেতের মাঝখানে বেশি সময় কাটাতে দেখে এলাকার লোকজন ধারণা করেছিলো শসা খেতের বেশি করে যত্ন নিচ্ছে। কিন্তু হঠাৎ করে ক্ষেতের ভেতরে গাঁজা চাষের বিষয়টি এলাকার লোকজন পড়ে জানতে পেরে হতবাক হয়ে যায়।
এদিকে পুলিশি অভিযানের খবর পেয়ে শসা ক্ষেতের মালিক রফিকুল ইসলাম দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় চাষি রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে আরো জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।