শুক্রবার ● ৮ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ আরএফএল-এর শ্রমিক নিহত
গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ আরএফএল-এর শ্রমিক নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে সেভেন রিং সিমেন্ট কারখানার কাভার্ড ভ্যান চাপায় প্রাণ আরএফএল কোম্পানির এক শ্রমিক নিহত হয়েছে৷ এসময় উত্তেজিত শ্রমিক ও এলাকাবাসী সেভেন রিং কারখানার সামনে ব্যাপক ভাঙচুর করেছে৷ পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে৷
নিহতের নাম কামাল হোসেন (২২), পিতার নাম চান মিয়া, বাড়ি কালীগঞ্জ উপজেলার বাগমারপাড়া৷
৭ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় কালীগঞ্জ ঘোড়াশাল সড়কে প্রাণ আরএফএল কারখানার সামনে এ ঘটনা ঘটে৷
এলাকবাসী আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাণ আরএফএলের নিহত শ্রমিক কামাল হোসেন (২২) কাজ শেষে কারখানা থেকে বের হয়ে ঘোড়াশাল কালীগঞ্জ সড়কে উঠার সময় সেভেন রিং কারখানার কাভার্ডভ্যান তাকে চাপা দেয়৷ এতে সে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে সেভেন রিং কারখানার ভিতর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন৷ এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিতরা সেখানে ভাঙচুর চালায়৷ এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে লাশ থানায় নিয়ে যায়৷
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামাল মোটরসাইকেল যোগে কারখানা থেকে বাড়ি ফিরছিলেন৷
এ সময় ঢাকাগামী সেভেন রিং সিমেন্ট কারখানার একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়৷ এতে কামাল হোসেন ঘটনাস্থলেই মারা যান৷ লাশ উদ্ধার করে কালীগঞ্জ থানায় নেওয়া হয়েছে৷