শুক্রবার ● ৮ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মালিগাছায় দূর্বৃত্তের হামলায় মানবাধিকার কর্মী আহত
মালিগাছায় দূর্বৃত্তের হামলায় মানবাধিকার কর্মী আহত
পাবনা প্রতিনিধি:: পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মালিগাছা গ্রামে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে একদল দূর্বৃত্তের হামলায় পাবনা শহরের কসমেটিকস ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম শহিদ (৩০) মারাত্ত্বভাবে আহত হয়েছে৷ ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিত্সার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে৷ তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে৷
সূত্রমতে জানা গেছে, শুক্রবার কসমেটিকস ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম শহিদ তার বাড়ির সনি্নকটে কেরামবোর্ড খেলছিল৷ পূর্বশত্রুতার জের ধরে ৫/৬ জনের একদল দূর্বৃত্ত শহিদের উপর আর্কষ্মিকভাবে হামলা চালায়৷ হামলাকারীদের ইটের আঘাতে শহিদ মাথায় মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়৷ তার মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে৷
উল্লেখ্য, শহিদুল ইসলাম শহিদ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউণ্ডেশন পাবনা জেলা কার্যকরি কমিটির সদস্য৷ সংবাদ পেয়ে সংগঠনের পাবনা জেলা কমিটির সভাপতি সাংবাদিক আবদুল জব্বার, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোবারক বিশ্বাস এবং এমটিভির পাবনা জেলা প্রতিনিধি কামাল আহমেদ পাবনা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন মানবাধিকার কর্মী শহিদকে দেখতে যান এবং তার চিকিত্সার খোঁজখবর নেন৷ মানবাধিকার নেতৃবৃন্দ দূর্বৃত্ত কর্তৃক মানবাধিকার কর্মী শহিদুল ইসলামের উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবী জানান৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনার ব্যাপারে পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে সূত্র মতে জানা গেছে৷